ডিএসই: আজ সাধারণ সূচক বেড়েছে ৪.৬২ পয়েন্ট
ঢাকার শেয়ারবাজারে (ডিএসই) আজ বৃহস্পতিবার সাধারণ মূল্যসূচক কিছুটা বেড়েছে। আজ সাধারণ মূল্যসূচক ৪ দশমিক ৬২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬৭৯৭ দশমিক ৪৬ পয়েন্টে।
এদিকে আজ শেয়ারবাজারে লেনদেন হয়েছে মোট এক হাজার ৩৪০ কোটি টাকার। যা আগের দিনের চেয়ে মাত্র তিন কোটি টাকা বেশি।
আজ লেনদেন হওয়া মোট ২৫১টি প্রতিষ্ঠানের শেয়ারের মধ্যে দাম বেড়েছে ৯৯টি প্রতিষ্ঠানের, কমেছে ১৪৬টি প্রতিষ্ঠানের এবং অপরিবর্তিত রয়েছে ছয়টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
লেনদেনে শীর্ষ পাঁচটি প্রতিষ্ঠান হলো—প্রাইম ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট, বেক্সিমকো, আফতাব অটোমোবাইলস, লঙ্কাবাংলা ফিন্যান্স ও এক্সিম ব্যাংক।
আজ সবচেয়ে বেশি বেড়েছে পদ্মা সিমেন্টের শেয়ারের দাম। এ ছাড়া মুন্নু ফেব্রিকস, সমতা লেদার, মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ ও প্রাইম ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট।
এ ছাড়া দাম কমে যাওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে শীর্ষ পাঁচটি প্রতিষ্ঠান হলো—মেঘনা সিমেন্ট, সাভার রিফ্রাক্টরিজ, মডার্ন ডাইং, কাশেম সিল্ক ও নর্দার্ন জুট।
এদিকে আজ শেয়ারবাজারে লেনদেন হয়েছে মোট এক হাজার ৩৪০ কোটি টাকার। যা আগের দিনের চেয়ে মাত্র তিন কোটি টাকা বেশি।
আজ লেনদেন হওয়া মোট ২৫১টি প্রতিষ্ঠানের শেয়ারের মধ্যে দাম বেড়েছে ৯৯টি প্রতিষ্ঠানের, কমেছে ১৪৬টি প্রতিষ্ঠানের এবং অপরিবর্তিত রয়েছে ছয়টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
লেনদেনে শীর্ষ পাঁচটি প্রতিষ্ঠান হলো—প্রাইম ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট, বেক্সিমকো, আফতাব অটোমোবাইলস, লঙ্কাবাংলা ফিন্যান্স ও এক্সিম ব্যাংক।
আজ সবচেয়ে বেশি বেড়েছে পদ্মা সিমেন্টের শেয়ারের দাম। এ ছাড়া মুন্নু ফেব্রিকস, সমতা লেদার, মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ ও প্রাইম ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট।
এ ছাড়া দাম কমে যাওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে শীর্ষ পাঁচটি প্রতিষ্ঠান হলো—মেঘনা সিমেন্ট, সাভার রিফ্রাক্টরিজ, মডার্ন ডাইং, কাশেম সিল্ক ও নর্দার্ন জুট।
No comments