নিলামে পেলের শেষ জার্সি
বনহামসের নিলামের তালিকায় জর্জ বেস্টের জার্সি ছিল, ছিল ববি চার্লটনের একটা জার্সিও। শোভা বর্ধন করতে সঙ্গে ছিল দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যান হার্শেল গিবসের সই করা দুটি ক্রিকেট ব্যাট। তবু কিসের যেন অভাব ছিল। এবার সেই অভাবটাও পূরণ হলো। শুধু অভাব পূরণ করেই নয়, জ্যোতি ছড়িয়ে বনহামসের নিলাম তালিকায় এল পেলের শেষ আন্তর্জাতিক ম্যাচের জার্সি।
ব্রাজিল কিংবদন্তি এই জার্সিটি পরে খেলেছিলেন একটি প্রীতি ম্যাচ। মারকানা স্টেডিয়ামে যুগোস্লাভিয়ার বিপক্ষে ১৯৭১ সালের ১৮ জুলাইয়ের সেই ম্যাচে পেলে তাঁর জার্সিটি বদল করেছিলেন ড্রাগন হলকারের সঙ্গে। ২০ বছর ধরে এই জার্সিটি ছিল ক্রোয়েশিয়ার স্পিলিটের একটি ক্যাফেতে। এবার উঠে আসছে নিলামে। ধারণা করা হচ্ছে, পেলের এই জার্সির দাম উঠতে পারে ৮ থেকে ১০ হাজার পাউন্ড।
ম্যানচেস্টার ইউনাইটেড কিংবদন্তি জর্জ বেস্টের যে জার্সিটি নিলামে ওঠানো হচ্ছে, সেটি পরে তিনি খেলেছিলেন উত্তর আয়ারল্যান্ডের হয়ে। এই জার্সিটার দাম ৫ থেকে ৬ হাজার পাউন্ড উঠতে পারে বলে ধারণা করছে নিলাম কর্তৃপক্ষ।
ব্রাজিল কিংবদন্তি এই জার্সিটি পরে খেলেছিলেন একটি প্রীতি ম্যাচ। মারকানা স্টেডিয়ামে যুগোস্লাভিয়ার বিপক্ষে ১৯৭১ সালের ১৮ জুলাইয়ের সেই ম্যাচে পেলে তাঁর জার্সিটি বদল করেছিলেন ড্রাগন হলকারের সঙ্গে। ২০ বছর ধরে এই জার্সিটি ছিল ক্রোয়েশিয়ার স্পিলিটের একটি ক্যাফেতে। এবার উঠে আসছে নিলামে। ধারণা করা হচ্ছে, পেলের এই জার্সির দাম উঠতে পারে ৮ থেকে ১০ হাজার পাউন্ড।
ম্যানচেস্টার ইউনাইটেড কিংবদন্তি জর্জ বেস্টের যে জার্সিটি নিলামে ওঠানো হচ্ছে, সেটি পরে তিনি খেলেছিলেন উত্তর আয়ারল্যান্ডের হয়ে। এই জার্সিটার দাম ৫ থেকে ৬ হাজার পাউন্ড উঠতে পারে বলে ধারণা করছে নিলাম কর্তৃপক্ষ।
No comments