কোস্টারিকার প্রথম নারী প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন চিনচিলা
মধ্য আমেরিকার দেশ কোস্টারিকার প্রথম নারী প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন লায়ুরা চিনচিলা। গত শনিবার তিনি হাজার হাজার সমর্থকের উপস্থিতিতে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন।
গত ৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত কোস্টারিকার প্রেসিডেন্ট নির্বাচনে মধ্য বামপন্থী দল হিসেবে পরিচিত ন্যাশনাল লিবারেশন পার্টির (পিএলএন) প্রার্থী হিসেবে বিজয়ী হন ৫১ বছর বয়সী চিনচিলা। নির্বাচনে তিনি শতকরা ৪৭ ভাগ ভোট পান। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী পান ২৫ ভাগ ভোট।
রাজধানী সান হোসের একটি খোলা চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে হাজার হাজার সমর্থকের সামনে বিদায়ী প্রেসিডেন্ট অস্কার অ্যারিয়াস তাঁকে শপথবাক্য পাঠ করান। এ সময় বাবা-মা, স্বামী ও ১৪ বছরের ছেলে তাঁর সঙ্গে ছিলেন। শপথ গ্রহণ অনুষ্ঠানে মেক্সিকো, কলম্বিয়া, ইকুয়েডর ও জর্জিয়ার প্রেসিডেন্টসহ অন্তত ৫৬ দেশের অতিথি উপস্থিত ছিলেন।
মধ্য আমেরিকার দেশ নিকারাগুয়ায় ভিওলেতা চামোরো এবং পানামার মিরেয়া মস্কোসোর পর ওই অঞ্চলে তৃতীয় নারী প্রেসিডেন্ট নির্বাচিত হলেন চিনচিলা।
গত ৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত কোস্টারিকার প্রেসিডেন্ট নির্বাচনে মধ্য বামপন্থী দল হিসেবে পরিচিত ন্যাশনাল লিবারেশন পার্টির (পিএলএন) প্রার্থী হিসেবে বিজয়ী হন ৫১ বছর বয়সী চিনচিলা। নির্বাচনে তিনি শতকরা ৪৭ ভাগ ভোট পান। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী পান ২৫ ভাগ ভোট।
রাজধানী সান হোসের একটি খোলা চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে হাজার হাজার সমর্থকের সামনে বিদায়ী প্রেসিডেন্ট অস্কার অ্যারিয়াস তাঁকে শপথবাক্য পাঠ করান। এ সময় বাবা-মা, স্বামী ও ১৪ বছরের ছেলে তাঁর সঙ্গে ছিলেন। শপথ গ্রহণ অনুষ্ঠানে মেক্সিকো, কলম্বিয়া, ইকুয়েডর ও জর্জিয়ার প্রেসিডেন্টসহ অন্তত ৫৬ দেশের অতিথি উপস্থিত ছিলেন।
মধ্য আমেরিকার দেশ নিকারাগুয়ায় ভিওলেতা চামোরো এবং পানামার মিরেয়া মস্কোসোর পর ওই অঞ্চলে তৃতীয় নারী প্রেসিডেন্ট নির্বাচিত হলেন চিনচিলা।
No comments