ফুটবল উত্সবে বাংলাদেশ
১৭ থেকে ২৪ মে ইরানে অনুষ্ঠেয় এএফসি অনূর্ধ্ব-১৪ ফুটবল উত্সবে থাকছে বাংলাদেশ। এটি কোনো প্রতিযোগিতামূলক টুর্নামেন্ট নয়। খেলা, শৃঙ্খলা—নানা বিষয়ে থাকছে পয়েন্ট। স্বাগতিক ইরানসহ নয় দলের ফুটবল উত্সবে বাংলাদেশের লক্ষ্য যতটা সম্ভব বেশি পয়েন্ট পাওয়া—কাল সংবাদ সম্মেলনে জানাল দলটির অধিনায়ক রেজাউল ও সহ-অধিনায়ক মিঠু।
তেহরান থেকে ৩৩৬ কিলোমিটার দূরে হামাদান শহরে হচ্ছে খুদে ফুটবলারদের এই মেলা। বাংলাদেশের দলে খেলোয়াড় ২২ জন। প্রস্তুতি কেবল এক মাসের। দলটি যাবে ১৬ মে। এসব তথ্য জানাতে কাল আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাফুফে ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ, কমিটির সদস্য সত্যজিত্ দাস (রুপু) প্রমুখ।
তেহরান থেকে ৩৩৬ কিলোমিটার দূরে হামাদান শহরে হচ্ছে খুদে ফুটবলারদের এই মেলা। বাংলাদেশের দলে খেলোয়াড় ২২ জন। প্রস্তুতি কেবল এক মাসের। দলটি যাবে ১৬ মে। এসব তথ্য জানাতে কাল আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাফুফে ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ, কমিটির সদস্য সত্যজিত্ দাস (রুপু) প্রমুখ।
No comments