ভারতের বিদায়
জিততে হলে শ্রীলঙ্কাকে করতে হতো ১৬৪। তবে কাজটা আরও সহজ হয়ে ছিল তাদের জন্য। কারণ, শ্রীলঙ্কা ১৪৪ রান করে হারলেও ভারতের বিদায় ছিল নিশ্চিত। টুর্নামেন্টে টিকে থাকতে হলে শ্রীলঙ্কার বিপক্ষে কমপক্ষে ২০ রানের ব্যবধান রেখে জিততেই হতো মহেন্দ্র সিং ধোনির দলকে।
ভারতের বিদায় নিশ্চিত হয়ে গিয়েছিল ১৮.৫ ওভারেই। কাপুগেদারা ছক্কা মেরে শ্রীলঙ্কার স্কোরটাকে নিয়ে গিয়েছিলেন ১৪৫ রানে। সেই কাপুগেদারাই ২০তম ওভারে শেষ বলে ছক্কা মেরে স্মরণীয় এক জয় এনে দিলেন শ্রীলঙ্কাকে। গ্যালারিতে দাঁড়িয়ে থেকে ক্রিস গেইলরা দেখলেন, তাঁদের জন্য সেমিফাইনালে ওঠার সমীকরণ কতটা কঠিন হয়ে গেল। কারণ, ভারতের বিপক্ষে ৫ উইকেটের এই জয় দিয়ে সেমিফাইনাল প্রায় নিশ্চিতই করে ফেলেছে শ্রীলঙ্কা।
ভারত আফসোসে পুড়েছে রানটাকে কাঙ্ক্ষিত পর্যায়ে নিয়ে যেতে না পারায়। ১১ ওভার শেষে তাদের স্কোর ছিল ৯৬/১। তার পরও শেষ ১০ ওভারে ভারত তোলে মাত্র ৭৩ রান। সুরেশ রায়না করেছেন ৬৩। গৌতম গম্ভীর ৪১
ভারতের বিদায় নিশ্চিত হয়ে গিয়েছিল ১৮.৫ ওভারেই। কাপুগেদারা ছক্কা মেরে শ্রীলঙ্কার স্কোরটাকে নিয়ে গিয়েছিলেন ১৪৫ রানে। সেই কাপুগেদারাই ২০তম ওভারে শেষ বলে ছক্কা মেরে স্মরণীয় এক জয় এনে দিলেন শ্রীলঙ্কাকে। গ্যালারিতে দাঁড়িয়ে থেকে ক্রিস গেইলরা দেখলেন, তাঁদের জন্য সেমিফাইনালে ওঠার সমীকরণ কতটা কঠিন হয়ে গেল। কারণ, ভারতের বিপক্ষে ৫ উইকেটের এই জয় দিয়ে সেমিফাইনাল প্রায় নিশ্চিতই করে ফেলেছে শ্রীলঙ্কা।
ভারত আফসোসে পুড়েছে রানটাকে কাঙ্ক্ষিত পর্যায়ে নিয়ে যেতে না পারায়। ১১ ওভার শেষে তাদের স্কোর ছিল ৯৬/১। তার পরও শেষ ১০ ওভারে ভারত তোলে মাত্র ৭৩ রান। সুরেশ রায়না করেছেন ৬৩। গৌতম গম্ভীর ৪১
No comments