ফিরে যাচ্ছেন জর্জেভিচ
তাঁর যাওয়ার কথা ছিল কলম্বো, যেখানে আগামীকাল থেকে শুরু হচ্ছে এএফসি চ্যালেঞ্জ কাপ ফুটবল। কিন্তু আজ দেশের বিমান ধরে সার্বিয়া ফিরে যাচ্ছেন বাংলাদেশের সদ্য সাবেক হওয়া কোচ জোরান জর্জেভিচ। কয়েক দিন ধরে চলা ‘কোচ সমস্যা’র সমাধান হয়ে গেছে পরশুই। বাংলাদেশ ফুটবল ফেডারেশন তাঁর সঙ্গে চার বছরের চুক্তি করতে রাজি হয়নি। বাফুফের সঙ্গে চার বছরের চুক্তি করতে চেয়ে ব্যর্থ হয়েই তাই দেশে ফিরে যেতে হচ্ছে এই সার্বিয়ানকে। তাঁর সঙ্গে দেশে ফিরে যাচ্ছেন তাঁর দুই সহকারীও।
জর্জেভিচের অবশ্য ফিরতি বিমানে দুবাই যাওয়ার কথা ছিল। কিন্তু পরে তাঁর অনুরোধে ঢাকা থেকে বেলগ্রেড পর্যন্ত টিকিট দেওয়া হয় তাঁকে। যাওয়ার আগে জর্জেভিচকে তাঁর পাওনা ১৬ হাজার মার্কিন ডলারও বুঝিয়ে দেওয়া হয়েছে।
চার বছরের জন্য চুক্তি করা নিয়ে জর্জেভিচ যে কাণ্ড করেছেন বাফুফের সঙ্গে তাতে ভীষণ লজ্জিত তাঁর এজেন্ট রাউল ফার্নান্দেজ। এ জন্য টেলিফোনে বাফুফে সভাপতি সালাউদ্দিনের কাছে ক্ষমাও চেয়েছেন তিনি।
জর্জেভিচের অবশ্য ফিরতি বিমানে দুবাই যাওয়ার কথা ছিল। কিন্তু পরে তাঁর অনুরোধে ঢাকা থেকে বেলগ্রেড পর্যন্ত টিকিট দেওয়া হয় তাঁকে। যাওয়ার আগে জর্জেভিচকে তাঁর পাওনা ১৬ হাজার মার্কিন ডলারও বুঝিয়ে দেওয়া হয়েছে।
চার বছরের জন্য চুক্তি করা নিয়ে জর্জেভিচ যে কাণ্ড করেছেন বাফুফের সঙ্গে তাতে ভীষণ লজ্জিত তাঁর এজেন্ট রাউল ফার্নান্দেজ। এ জন্য টেলিফোনে বাফুফে সভাপতি সালাউদ্দিনের কাছে ক্ষমাও চেয়েছেন তিনি।
No comments