জয়ে শুরু বোল্টের
জয় দিয়ে মৌসুম শুরু করলেন উসাইন বোল্ট। তবে ১০০ কিংবা ২০০ মিটারে নয়, স্প্রিন্টের রাজা দৌড়েছেন ৪০০ মিটারে। নিজ দেশ জ্যামাইকার কিংস্টনে ক্যাম্পারডাউন ক্লাসিক চ্যাম্পিয়নশিপে বোল্ট প্রথম হয়েছেন ৪৫.৮৬ সেকেন্ড সময় নিয়ে। মৌসুমে প্রথম ট্র্যাকে নেমে নিজের টাইমিংয়ে সন্তুষ্টই ১০০ ও ২০০ মিটারের অলিম্পিক ও বিশ্ব চ্যাম্পিয়ন, ‘ঠিক নির্দিষ্ট কোনো লক্ষ্য আমার ছিল না, তবে ৪৫ সেকেন্ডে দৌড়ানো ভালো লক্ষণ।’ গত বছর বার্লিনে বিশ্ব চ্যাম্পিয়নশিপে ১০০ মিটারে ৯.৫৮ ও ২০০ মিটারে ১৯.১৯ সেকেন্ড সময় নিয়ে বিশ্ব রেকর্ড গড়েছেন বোল্ট। গত মৌসুমটাও তিনি শুরু করেছিলেন ক্যাম্পারডাউন ক্লাসিকেই ৪০০ মিটার দিয়ে, সময় নিয়েছিলেন ৪৬.৩৫ সেকেন্ড। এবার সময় নিয়েছেন ০.৪৯ সেকেন্ড কম, মৌসুমের প্রথম দৌড়েই প্রতিদ্বন্দ্বীদের হয়তো একটা সতর্কবার্তাই দিলেন। স্প্রিন্টের রাজা আবার ট্র্যাকে নামবেন ২৭ ফেব্রুয়ারি, কিংস্টনেই।
No comments