চীনে মেলামিনযুক্ত গুঁড়ো দুধ ধ্বংস
চীনে বিপুল পরিমাণ ভেজাল গুঁড়ো দুধ ধ্বংস করা হয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাপ্তাহিক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।
প্রতিবেদনে ক্রেতাদের নিশ্চিত করা হয়েছে, আবারও ক্ষতিকর মেলামিন মেশানোর অভিযোগ ওঠার পর বিপুল পরিমাণ গুঁড়ো দুধ জব্দ করা হয়। সেগুলো সম্প্রতি ধ্বংস করা হয়েছে এবং বিভিন্ন কোম্পানিকে সতর্ক করা হয়েছে। কোম্পানিগুলো যেন ভেজাল গুঁড়ো দুধ মজুদ ও রপ্তানি না করে, সে ব্যাপারে কঠোর নির্দেশ দেওয়া হয়েছে।
২০০৮ সালে প্রথম চীনা গুঁড়ো দুধে ক্ষতিকর মেলামিন মেশানোর অভিযোগ ওঠে। এ নিয়ে বিশ্বব্যাপী হইচই পড়ে যায়। ওই সময় এই গুঁড়ো দুধ খেয়ে ছয় শিশুর মৃত্যু হয়। অসুস্থ হয়ে পড়ে আরও অন্তত তিন লাখ শিশু।
প্রতিবেদনে ক্রেতাদের নিশ্চিত করা হয়েছে, আবারও ক্ষতিকর মেলামিন মেশানোর অভিযোগ ওঠার পর বিপুল পরিমাণ গুঁড়ো দুধ জব্দ করা হয়। সেগুলো সম্প্রতি ধ্বংস করা হয়েছে এবং বিভিন্ন কোম্পানিকে সতর্ক করা হয়েছে। কোম্পানিগুলো যেন ভেজাল গুঁড়ো দুধ মজুদ ও রপ্তানি না করে, সে ব্যাপারে কঠোর নির্দেশ দেওয়া হয়েছে।
২০০৮ সালে প্রথম চীনা গুঁড়ো দুধে ক্ষতিকর মেলামিন মেশানোর অভিযোগ ওঠে। এ নিয়ে বিশ্বব্যাপী হইচই পড়ে যায়। ওই সময় এই গুঁড়ো দুধ খেয়ে ছয় শিশুর মৃত্যু হয়। অসুস্থ হয়ে পড়ে আরও অন্তত তিন লাখ শিশু।
No comments