মার্কিন কংগ্রেসে এক লাখ কোটি ডলারের ব্যয় প্রস্তাব অনুমোদন
মার্কিন কংগ্রেস গত রোববার প্রেসিডেন্ট বারাক ওবামার কাছে এক লাখ চার হাজার ৭০০ কোটি ডলারের এক বিশাল অঙ্কের ব্যয় প্রস্তাব পাঠিয়েছে। ওই প্রস্তাবে বৈদেশিক সাহায্য প্যাকেজ, ইরানের ওপর অবরোধ এবং আফগানিস্তান ও পাকিস্তানে মার্কিন সেনাদের জন্য অর্থবরাদ্দ দেওয়া হয়েছে। রোববার মার্কিন সিনেটে ৫৭-৩৫ ভোটে প্রস্তাবটি অনুমোদিত হয়। এর আগে প্রতিনিধি পরিষদ প্রস্তাবটি অনুমোদন করে।
বারাক ওবামা এ প্রস্তাবে সই করলে তা আইন হিসেবে অনুমোদিত হবে। এ প্রস্তাবে ৪৪ হাজার ৭০০ কোটি ডলারের বার্ষিক ব্যয় এবং স্বাস্থ্যসেবা খাতে ৬০ হাজার কোটি ডলারের বেশি ব্যয়ের কথা বলা হয়েছে। খবর এপির।
প্রস্তাবে বৈশ্বিক জলবায়ু পরিবর্তন বিষয়ে গবেষণা চালানো এবং গুয়ানতানামো বে বন্দিশিবির থেকে বন্দীদের যুক্তরাষ্ট্রের মাটিতে ফিরিয়ে আনার জন্য ২০০ কোটি ডলার, আফগানিস্তানকে আর্থিক সহায়তা হিসেবে ২৬০ কোটি, পাকিস্তানের জন্য ১৪৫ কোটি ৯০ লাখ, ইরাকের জন্য ৪৬ কোটি ৭০ লাখ, ইসরায়েলের জন্য ২২২ কোটি, মিসরের জন্য ১৩০ কোটি এবং জর্ডানের জন্য ৫৪ কোটি ডলার বরাদ্দ দেওয়া হয়েছে।
বারাক ওবামা এ প্রস্তাবে সই করলে তা আইন হিসেবে অনুমোদিত হবে। এ প্রস্তাবে ৪৪ হাজার ৭০০ কোটি ডলারের বার্ষিক ব্যয় এবং স্বাস্থ্যসেবা খাতে ৬০ হাজার কোটি ডলারের বেশি ব্যয়ের কথা বলা হয়েছে। খবর এপির।
প্রস্তাবে বৈশ্বিক জলবায়ু পরিবর্তন বিষয়ে গবেষণা চালানো এবং গুয়ানতানামো বে বন্দিশিবির থেকে বন্দীদের যুক্তরাষ্ট্রের মাটিতে ফিরিয়ে আনার জন্য ২০০ কোটি ডলার, আফগানিস্তানকে আর্থিক সহায়তা হিসেবে ২৬০ কোটি, পাকিস্তানের জন্য ১৪৫ কোটি ৯০ লাখ, ইরাকের জন্য ৪৬ কোটি ৭০ লাখ, ইসরায়েলের জন্য ২২২ কোটি, মিসরের জন্য ১৩০ কোটি এবং জর্ডানের জন্য ৫৪ কোটি ডলার বরাদ্দ দেওয়া হয়েছে।
No comments