যুক্তরাষ্ট্রের হুমকির মুখে লাতিন আমেরিকা: শাভেজ
ইরানের সঙ্গে সম্পর্ক নিয়ে লাতিন আমেরিকার দেশগুলোকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের মন্তব্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো শাভেজ।
যুক্তরাষ্ট্রের কট্টর সমালোচক হিসেবে পরিচিত হুগো শাভেজ বলেন, হিলারি ক্লিনটনের বিবৃতি স্পষ্টতই ভেনেজুয়েলা ও বলিভিয়ার বিরুদ্ধে প্রকাশ্য সাম্রাজ্যবাদী হুমকি। তিনি আরও বলেন, ‘আগ্রাসনের মাধ্যমে আমাদের অঞ্চলের অগ্রগতির টুটি চেপে ধরতেই এ হুঁশিয়ারি দিয়েছেন হিলারি। ’ হাভানায় গত রোববার সাংবাদিকদের এসব কথা বলেন শাভেজ।
হিলারি গত শুক্রবার লাতিন আমেরিকার দেশগুলোকে ইরানের সঙ্গে মাখামাখি করার আগে দুবার ভাবার জন্য হুঁশিয়ারি দেন।
যুক্তরাষ্ট্রের কট্টর সমালোচক হিসেবে পরিচিত হুগো শাভেজ বলেন, হিলারি ক্লিনটনের বিবৃতি স্পষ্টতই ভেনেজুয়েলা ও বলিভিয়ার বিরুদ্ধে প্রকাশ্য সাম্রাজ্যবাদী হুমকি। তিনি আরও বলেন, ‘আগ্রাসনের মাধ্যমে আমাদের অঞ্চলের অগ্রগতির টুটি চেপে ধরতেই এ হুঁশিয়ারি দিয়েছেন হিলারি। ’ হাভানায় গত রোববার সাংবাদিকদের এসব কথা বলেন শাভেজ।
হিলারি গত শুক্রবার লাতিন আমেরিকার দেশগুলোকে ইরানের সঙ্গে মাখামাখি করার আগে দুবার ভাবার জন্য হুঁশিয়ারি দেন।
No comments