দ্রাবিড় বাদ, প্রসাদ-রবিন বরখাস্ত
ফেরাটা যেমন চমকে দিয়েছিল, তেমনি বিস্ময় জাগাল রাহুল দ্রাবিড়ের আবার বাদ পড়াটাও। দক্ষিণ আফ্রিকার বাউন্সি উইকেটের কথা ভেবে প্রায় দুই বছর পর তাঁকে ওয়ানডে দলে নেওয়া হয়েছিল। এভাবে তাঁকে ফিরিয়ে আনায় অনেকেই তখন প্রশ্ন তুলেছিলেন। দলে ফিরে ছয় ম্যাচের যে পাঁচ ইনিংসে ব্যাট করেছেন, তাতে রান করেছেন ১৪, ৪৭, ৩৯, ৭৬ ও ৪। এমন পারফরম্যান্সের পরও অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচের ভারতীয় দলে রাখা হয়নি ‘দ্য ওয়াল’কে। ২৫ অক্টোবর শুরু হচ্ছে ৭ ম্যাচের ওয়ানডে সিরিজ।
যে কারণে দলে ফিরেছিলেন, ধারণা করা হচ্ছে, সেই উইকেটের কারণেই আবার বাদ পড়লেন। ওয়ানডে সিরিজটি হবে ভারতের নিষ্প্রাণ ব্যাটিং উইকেটে। এ জন্য আক্রমণাত্মক ব্যাটসম্যানদেরই প্রাধান্য দেওয়া হয়েছে। দলে জায়গা হারিয়েছেন দিনেশ কার্তিক, রুদ্রপ্রতাপ সিং, ইউসুফ পাঠান ও অভিষেক নায়ার। দ্রাবিড় ও কার্তিকের জায়গায় ভারত ফিরে পেয়েছে ইনজুরি কাটিয়ে ওঠা যুবরাজ সিং ও বীরেন্দর শেবাগকে। চ্যাম্পিয়নস ট্রফিতে দলের সর্বোচ্চ রান সংগ্রাহক কোহলি টিকে গেছেন। ইউসুফের জায়গা নিয়েছেন আরেক স্পিনিং অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা, রুদ্রপ্রতাপ সিংয়েরটা মুনাফ প্যাটেল। আর নায়ারের বদলে প্রথমবারের মতো দলে ডাক পেয়েছেন উত্তর প্রদেশের ২২ বছর বয়সী পেসার সুদীপ তিয়াগি।
চমক ছিল আরও। বরখাস্ত হয়েছেন দলের বোলিং কোচ ভেঙ্কটেশ প্রসাদ ও ফিল্ডিং কোচ রবিন সিং।
যে কারণে দলে ফিরেছিলেন, ধারণা করা হচ্ছে, সেই উইকেটের কারণেই আবার বাদ পড়লেন। ওয়ানডে সিরিজটি হবে ভারতের নিষ্প্রাণ ব্যাটিং উইকেটে। এ জন্য আক্রমণাত্মক ব্যাটসম্যানদেরই প্রাধান্য দেওয়া হয়েছে। দলে জায়গা হারিয়েছেন দিনেশ কার্তিক, রুদ্রপ্রতাপ সিং, ইউসুফ পাঠান ও অভিষেক নায়ার। দ্রাবিড় ও কার্তিকের জায়গায় ভারত ফিরে পেয়েছে ইনজুরি কাটিয়ে ওঠা যুবরাজ সিং ও বীরেন্দর শেবাগকে। চ্যাম্পিয়নস ট্রফিতে দলের সর্বোচ্চ রান সংগ্রাহক কোহলি টিকে গেছেন। ইউসুফের জায়গা নিয়েছেন আরেক স্পিনিং অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা, রুদ্রপ্রতাপ সিংয়েরটা মুনাফ প্যাটেল। আর নায়ারের বদলে প্রথমবারের মতো দলে ডাক পেয়েছেন উত্তর প্রদেশের ২২ বছর বয়সী পেসার সুদীপ তিয়াগি।
চমক ছিল আরও। বরখাস্ত হয়েছেন দলের বোলিং কোচ ভেঙ্কটেশ প্রসাদ ও ফিল্ডিং কোচ রবিন সিং।
No comments