আগ্রায় আজ ভারত-মার্কিন বিমান মহড়া
ভারতের উত্তর প্রদেশ রাজ্যের আগ্রায় আজ বৃহস্পতিবার থেকে অনুষ্ঠিত হতে যাচ্ছে ১০ দিনব্যাপী ভারত-মার্কিন বিমান মহড়া ‘কোপ ইন্ডিয়া’। চলবে ২৪ অক্টোবর পর্যন্ত। গত মঙ্গলবার দিল্লিতে ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত টিমোথি জে রোমের এ কথা জানিয়েছেন। কীভাবে বিপর্যয় মোকাবিলা এবং মানবিক সাহায্য করা যায়, তাই নিয়ে এ বিমান মহড়ার আয়োজন করা হয়েছে। এ মহড়ার মধ্য দিয়ে ভারত-মার্কিন বন্ধুত্ব আরও জোরদার হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন মার্কিন রাষ্ট্রদূত।
এ বিমান মহড়ায় যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর ১৫০ জন সদস্য যোগ দেবেন। এ ছাড়া এ মহড়ায় ব্যবহার করা হবে যুক্তরাষ্ট্রের ১৩০-হারকিউলিস, গ্লোব মাস্টার-১১১ ও সি-১৩০ জে বিমান।
অন্যদিকে ভারতের পক্ষে অংশ নেবে আইএল-৭৬ গজরাজ, এএন সুতলেজ, এমআই-১৭ প্রতাপ ও চেতক হেলিকপ্টার।
এ বিমান মহড়ায় যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর ১৫০ জন সদস্য যোগ দেবেন। এ ছাড়া এ মহড়ায় ব্যবহার করা হবে যুক্তরাষ্ট্রের ১৩০-হারকিউলিস, গ্লোব মাস্টার-১১১ ও সি-১৩০ জে বিমান।
অন্যদিকে ভারতের পক্ষে অংশ নেবে আইএল-৭৬ গজরাজ, এএন সুতলেজ, এমআই-১৭ প্রতাপ ও চেতক হেলিকপ্টার।
No comments