২০১১ বিশ্বকাপের ফাইনাল মুম্বাইয়ে
২০১১ ক্রিকেট বিশ্বকাপের সহ-আয়োজক ভারত টুর্নামেন্টের ফাইনালসহ মোট ২৯টি ম্যাচ আয়োজন করবে ৮টি ভেন্যুতে। কাল বিশ্বকাপের আট ভেন্যুর নাম ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। ফাইনাল হবে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে। মুম্বাই ছাড়াও ভারতে হওয়া বিশ্বকাপের অন্য সাত ভেন্যু হলো মোহালি, আহমেদাবাদ, দিল্লি, চেন্নাই, বেঙ্গালুরু, নাগপুর ও কলকাতা।
ফাইনালসহ বিশ্বকাপের মোট তিনটি ম্যাচ হবে মুম্বাইয়ে। একটি সেমিফাইনালসহ তিন ম্যাচ হবে মোহালিতেও। আহমেদাবাদ আয়োজন করবে একটি কোয়ার্টার ফাইনালসহ তিন ম্যাচ। তবে যেসব ভেন্যু নকআউট পর্ব পাচ্ছে না তাদের একটি করে মোট চারটি ম্যাচ বেশি দেওয়া হয়েছে। অর্থাত্ চারটি করে ম্যাচ পাচ্ছে দিল্লি, চেন্নাই, বেঙ্গালুরু, নাগপুর ও কলকাতা।
ভারত ছাড়াও বিশ্বকাপের অন্য দুই সহ-আয়োজক শ্রীলঙ্কা ও বাংলাদেশ বিশ্বকাপের ১২ ও ৮টি ম্যাচের আয়োজক। আগামী ৯ নভেম্বর মুম্বাইয়ে ঘোষণা করা হবে ১৪ দেশের এই টুর্নামেন্টের সূচি।
ফাইনালসহ বিশ্বকাপের মোট তিনটি ম্যাচ হবে মুম্বাইয়ে। একটি সেমিফাইনালসহ তিন ম্যাচ হবে মোহালিতেও। আহমেদাবাদ আয়োজন করবে একটি কোয়ার্টার ফাইনালসহ তিন ম্যাচ। তবে যেসব ভেন্যু নকআউট পর্ব পাচ্ছে না তাদের একটি করে মোট চারটি ম্যাচ বেশি দেওয়া হয়েছে। অর্থাত্ চারটি করে ম্যাচ পাচ্ছে দিল্লি, চেন্নাই, বেঙ্গালুরু, নাগপুর ও কলকাতা।
ভারত ছাড়াও বিশ্বকাপের অন্য দুই সহ-আয়োজক শ্রীলঙ্কা ও বাংলাদেশ বিশ্বকাপের ১২ ও ৮টি ম্যাচের আয়োজক। আগামী ৯ নভেম্বর মুম্বাইয়ে ঘোষণা করা হবে ১৪ দেশের এই টুর্নামেন্টের সূচি।
No comments