বেকহাম ফিরবেন প্রিমিয়ার লিগে
ইংল্যান্ডের হয়ে বিশ্বকাপের চূড়ান্তপর্বে খেলতে হলে নিজেকে কী করতে হবে তা ভালোই বুঝে গেছেন ডেভিড বেকহাম। তাই নভেম্বরে আমেরিকান মেজর লিগ সকার মৌসুম শেষেই ইউরোপীয় কোনো পেশাদার লিগে ফিরে আসার পরিকল্পনা ইংলিশ এই মিডফিল্ডারের।
ইংল্যান্ড দলের হয়ে ১১৩টি ম্যাচ খেলা বেকহামের জন্য এসি মিলানের দরজা একরকম খোলাই আছে। তবে মিলানই শুধু তাঁর সম্ভাব্য ঠিকানা নয়। ম্যানচেস্টার সিটি, টটেনহাম, আর্সেনালের মতো ইংলিশ প্রিমিয়ার লিগের দলগুলোও আগ্রহী তাঁকে পেতে। বেকহামের ভাষায়, ‘আমার কিছু পরিকল্পনা আছে। মিলান ফিরে পেতে চায় আমাকে। এতে আমি খুব খুশি। কিন্তু আমার সামনে বিকল্পও আছে। সময় এলেই সিদ্ধান্ত নেব আমি। ইংল্যান্ডের তিন-চারটি ক্লাব এরই মধ্যে প্রস্তাব দিয়েছে আমাকে।
ইংল্যান্ড দলের হয়ে ১১৩টি ম্যাচ খেলা বেকহামের জন্য এসি মিলানের দরজা একরকম খোলাই আছে। তবে মিলানই শুধু তাঁর সম্ভাব্য ঠিকানা নয়। ম্যানচেস্টার সিটি, টটেনহাম, আর্সেনালের মতো ইংলিশ প্রিমিয়ার লিগের দলগুলোও আগ্রহী তাঁকে পেতে। বেকহামের ভাষায়, ‘আমার কিছু পরিকল্পনা আছে। মিলান ফিরে পেতে চায় আমাকে। এতে আমি খুব খুশি। কিন্তু আমার সামনে বিকল্পও আছে। সময় এলেই সিদ্ধান্ত নেব আমি। ইংল্যান্ডের তিন-চারটি ক্লাব এরই মধ্যে প্রস্তাব দিয়েছে আমাকে।
No comments