বিশ্বকাপ জিতেছে আর্জেন্টিনা
বুয়েন্স এইরেস প্রোভিন্সের দক্ষিণ-পশ্চিমের মফস্বল শহর টান্ডিল। দুই দিন আগেও টান্ডিলিয়া পাহাড়ের পাদদেশের এই ছোট্ট শহরটিকে আর্জেন্টিনার বাইরে কেউ চিনত না। অথচ লাখ খানেক লোকের এই শহরই এখন খবরের শিরোনামে। সদ্য ইউএস ওপেনজয়ী হুয়ান মার্টিন দেল পোত্রো যে এই শহরেরই বাসিন্দা! ঘরের ছেলের কীর্তিতে শহরটিতে বয়ে যাচ্ছে আনন্দের বন্যা। ছয় বছর বয়সে যে ক্লাবে টেনিসে হাতেখড়ি দেল পোত্রোর, সেই ক্লাব ইন্ডিপেন্ডিয়েন্তেতে বিশাল পর্দায় খেলা দেখেছে শত শত দর্শক। গর্বে বুক ফুলে যাচ্ছে ক্লাব প্রেসিডেন্ট পেদ্রো গোমেজের, ‘আমি দেল পোত্রোকে এতটুকুন থাকতেই দেখেছি। ওর এমন জয় দেখতে পেরে আমি অসম্ভব খুশি।’ আর দেল পোত্রোর শৈশব গুরু মার্সেলো গোমেজ জানাচ্ছেন টান্ডিলে কেমন খুশির জোয়ার বইছে, ‘দেল পোত্রো ইতিহাস সৃষ্টি করেছে। মানুষ রাস্তায় এমনভাবে আনন্দ করছে যেন আমরা বিশ্বকাপ ফুটবল জিতে গেছি। টান্ডিলে ওর মতো একজন ক্রীড়াবিদকে পাওয়াটা অবিশ্বাস্য।’
No comments