উপযুক্ত পাঁঠার অভাব
নেপালে বছরের সবচেয়ে বড় ধর্মীয় উত্সব পালনের আর মাত্র কয়েক দিন বাকি। আর এই সময় রাজধানী কাঠমান্ডুতে বলির জন্য উপযুক্ত পাঁঠার সংকট দেখা দিয়েছে। গতকাল মঙ্গলবার সরকারি কর্মকর্তারা এ কথা জানান। সেখানে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উত্সব ‘দুর্গাপূজা’ বা ‘দশায়ন’-এ পাঁঠা বলি দেওয়া উত্সবের একটি গুরুত্বপূর্ণ অংশ। সংকট কাটাতে দেশের অন্যান্য অঞ্চল থেকে প্রয়োজনীয় পাঁঠা সংগ্রহের জন্য সংশ্লিষ্ট বিভাগকে নির্দেশ দিয়েছে সে দেশের খাদ্য বিভাগ।
খাদ্য বিভাগের উপমহাব্যবস্থাপক বিজয়া থাপা বলেন, ‘উত্সবের সময় কাঠমান্ডুতে সাধারণত পাঁঠার ঘাটতি দেখা দেয়। ওই সময় পাঁঠার চাহিদাও অনেক বেড়ে যায় এবং দামও আকাশচুম্বী হয়ে ওঠে।’
১৯ সেপ্টেম্বর থেকে ১৫ দিনব্যাপী দুর্গাপূজা উত্সব শুরু হবে।
খাদ্য বিভাগের উপমহাব্যবস্থাপক বিজয়া থাপা বলেন, ‘উত্সবের সময় কাঠমান্ডুতে সাধারণত পাঁঠার ঘাটতি দেখা দেয়। ওই সময় পাঁঠার চাহিদাও অনেক বেড়ে যায় এবং দামও আকাশচুম্বী হয়ে ওঠে।’
১৯ সেপ্টেম্বর থেকে ১৫ দিনব্যাপী দুর্গাপূজা উত্সব শুরু হবে।
No comments