শিশুদের লিঙ্গ পরিবর্তন নিষিদ্ধ ও অপরাধমূলক করার আহ্বান ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প  কংগ্রেসের সামনে যৌথ ভাষণে শিশুদের উপর লিঙ্গ পরিবর্তন নিষিদ্ধ ও অপরাধমূলক করার আহ্বান জানান। তিনি বলেন, "কংগ্রেসকে একটি বিল পাশ করতে হবে যা স্থায়ীভাবে শিশুদের উপর লিঙ্গ পরিবর্তন নিষিদ্ধ ও অপরাধ হিসেবে গণ্য করবে এবং মিথ্যার অবসান ঘটাবে।" কংগ্রেসের  যৌথ অধিবেশনে দেওয়া ভাষণে তিনি এই প্রস্তাব উত্থাপন করেন এবং আমেরিকার "জাগরণ সংস্কৃতি" (Woke Culture) এর তীব্র নিন্দা করেন। ট্রাম্প তাঁর ভাষণে ‘ওকনেস’ বা সামাজিক অবিচার ও বৈষম্যের প্রতি সচেতনতা নিয়ে আক্রমণাত্মক মন্তব্য করেন এবং স্কুল, কর্মক্ষেত্র ও সামরিক বাহিনীতে যৌন বৈচিত্র্যের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। ট্রাম্পের কথায়, "আমরা আমাদের স্কুল, সামরিক বাহিনী ও সমাজ থেকে ওকনেস দূর করছি। আমরা এটি চাই না, কারণ এটি সমস্যার সৃষ্টি করে।"

তিনি আরো একবার স্পষ্ট করে দিয়েছেন প্রশাসন কেবল দুটি লিঙ্গকে স্বীকৃতি দেবে-  পুরুষ এবং নারী।  প্রেসিডেন্ট ট্রাম্প তার ভাষণে আমেরিকার শিশুদের উদ্দেশ্যে বলেন, "আমেরিকার প্রতিটি শিশুর কাছে আমাদের বার্তা হল, ঈশ্বর যেমন তোমাকে তৈরি করেছেন, ঠিক তেমনই তুমিও নিখুঁত।" তার এই মন্তব্যে রিপাবলিকান সদস্যরা দাঁড়িয়ে করতালি দিয়ে তাকে সমর্থন জানান। ট্রাম্প সমালোচনা করে বলেন যে তিনি তাঁর প্রশাসনের সময়ে ‘ক্রিটিকাল রেস থিওরি’ (সিআরটি) বা জাতিগত বৈষম্যের সমালোচনামূলক তত্ত্বকে স্কুলগুলো থেকে দূর করেছেন।

তিনি বলেন, "আমাদের সমাজে সিআরটি জাতিগত বিভাজনের বিষ ঢেলে দেয়।" সিআরটি সমালোচকরা বলেন এটি সাদা জনগোষ্ঠীকে বর্ণবাদী হিসেবে চিহ্নিত করে, যদিও একাডেমিকরা বলেন এটি সমাজের দীর্ঘস্থায়ী বৈষম্যগুলিকে চিহ্নিত করে। ট্রাম্পের ভাষণে আরও কিছু বিতর্কিত মন্তব্য ছিল, যার মধ্যে রয়েছে বৈচিত্র্য ও অন্তর্ভুক্তিমূলক  প্রোগ্রামগুলির "স্বৈরাচার" বন্ধ করার প্রতিশ্রুতি। ট্রাম্পের এই প্রস্তাব এবং মন্তব্য আমেরিকার রাজনৈতিক ও সামাজিক পরিমণ্ডলে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। সমাজের একটি অংশ তার এই অবস্থানের প্রতি সমর্থন জানালেও, অন্যদিকে মানবাধিকার সংগঠন এবং প্রগতিশীল গোষ্ঠীগুলি এটিকে বৈচিত্র্য ও ব্যক্তি স্বাধীনতার উপর হুমকি হিসেবে দেখছে।

সূত্র : এনডিটিভি

mzamin

No comments

Powered by Blogger.