শিশুদের লিঙ্গ পরিবর্তন নিষিদ্ধ ও অপরাধমূলক করার আহ্বান ট্রাম্পের
তিনি আরো একবার স্পষ্ট করে দিয়েছেন প্রশাসন কেবল দুটি লিঙ্গকে স্বীকৃতি দেবে- পুরুষ এবং নারী। প্রেসিডেন্ট ট্রাম্প তার ভাষণে আমেরিকার শিশুদের উদ্দেশ্যে বলেন, "আমেরিকার প্রতিটি শিশুর কাছে আমাদের বার্তা হল, ঈশ্বর যেমন তোমাকে তৈরি করেছেন, ঠিক তেমনই তুমিও নিখুঁত।" তার এই মন্তব্যে রিপাবলিকান সদস্যরা দাঁড়িয়ে করতালি দিয়ে তাকে সমর্থন জানান। ট্রাম্প সমালোচনা করে বলেন যে তিনি তাঁর প্রশাসনের সময়ে ‘ক্রিটিকাল রেস থিওরি’ (সিআরটি) বা জাতিগত বৈষম্যের সমালোচনামূলক তত্ত্বকে স্কুলগুলো থেকে দূর করেছেন।
তিনি বলেন, "আমাদের সমাজে সিআরটি জাতিগত বিভাজনের বিষ ঢেলে দেয়।" সিআরটি সমালোচকরা বলেন এটি সাদা জনগোষ্ঠীকে বর্ণবাদী হিসেবে চিহ্নিত করে, যদিও একাডেমিকরা বলেন এটি সমাজের দীর্ঘস্থায়ী বৈষম্যগুলিকে চিহ্নিত করে। ট্রাম্পের ভাষণে আরও কিছু বিতর্কিত মন্তব্য ছিল, যার মধ্যে রয়েছে বৈচিত্র্য ও অন্তর্ভুক্তিমূলক প্রোগ্রামগুলির "স্বৈরাচার" বন্ধ করার প্রতিশ্রুতি। ট্রাম্পের এই প্রস্তাব এবং মন্তব্য আমেরিকার রাজনৈতিক ও সামাজিক পরিমণ্ডলে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। সমাজের একটি অংশ তার এই অবস্থানের প্রতি সমর্থন জানালেও, অন্যদিকে মানবাধিকার সংগঠন এবং প্রগতিশীল গোষ্ঠীগুলি এটিকে বৈচিত্র্য ও ব্যক্তি স্বাধীনতার উপর হুমকি হিসেবে দেখছে।
সূত্র : এনডিটিভি
No comments