গাজা ২০২৫: হোয়াট ইজ নেক্সট? গাজায় ট্রাম্প হোটেল, মূর্তি!

গাজায় যুদ্ধ বন্ধ হয়ে গেলে তা দখল করে নেয়ার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। এরপর সেখানে তিনি ‘রিভেইরা অব দ্য মিডল ইস্ট’ বানানোর পরিকল্পনা করেছেন। এরই মধ্যে কেমন হবে সেই ‘রিভেইরা অব দ্য মিডল ইস্ট’ তার একটি বিতর্কিত ভিডিও প্রচার করেছেন তিনি। তাতে দেখানো হয়েছে যুক্তরাষ্ট্র তার দখলে নিয়ে গাজায় কি কি পরিবর্তন করেছে এবং তার ফলে গাজা উপত্যকা দেখতে কেমন হবে। ফেব্রুয়ারির শুরুর দিকে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সঙ্গে নিয়ে সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট ট্রাম্প তার পরিকল্পনা ঘোষণা করেন। সঙ্গে সঙ্গে আরব জাহান ও বিভিন্ন দেশ থেকে এর কড়া সমালোচনা করা হয়। আইনপ্রণেতারা এবং বিশ্লেষকরা আশঙ্কা করতে থাকেন, গাজায় বসবাসরত কমপক্ষে ২০ লাখ মানুষকে জোরপূর্বক অন্যদেশে পাঠিয়ে দেয়া হবে। কেউ কেউ আশঙ্কা করেন, এতে ওই অঞ্চল আরো অস্থিতিশীল হয়ে উঠতে পারে। কিন্তু কে শোনে কার কথা! নিজের পরিকল্পনা নিয়ে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ৩৫ সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করেছেন ট্রাম্প। এর মধ্য দিয়ে তার গাজা দখলের পরিকল্পনাকে আরো উৎসাহিত করেছেন বলেই মনে হয়।

ওই ভিডিওতে ইংরেজিতে প্রশ্ন করা হয়েছে- ‘গাজা ২০২৫: হোয়াট ইজ নেক্সট?’ এই ভিডিও কে তৈরি করেছে তা পরিষ্কার নয়। তবে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে এই ভিডিও এটা নিশ্চিত।  এতে সাহসী, চটকদারভাবে নতুন একটি ট্রাম্প হোটেল দেখানো হয়েছে। আছে ট্রাম্পের নিজের স্বর্ণের তৈরি একটি বিশাল মূর্তি। একটি শিশু ট্রাম্প-বেলুন নিয়ে ছুটছে ওই সমুদ্র সৈকতে। এতে ট্রাম্পের ‘ফাস্ট বাডি’ ইলন মাস্ককে দেখা যায় শিশু এবং পর্যটকদের অর্থ ছুড়ে মারছেন। ট্রাম্প নিজে এক বেলিড্যান্সারের সঙ্গে নাটছেন। ককটেল পান করছেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে। এই ভিডিও নিয়ে অনলাইনে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। বহু এক্স ব্যবহারকারী একে চরমভাবে ভয়াবহ হিসেবে আখ্যায়িত করেছে। কেউ একে ‘বিশ্বমঞ্চে নোংরামি’ বলে অভিহিত করেছেন। অন্যরা বলছেন, এটা ট্রাম্পের পরিকল্পনার সময়। তিনি গাজাকে সিরিয়াসলি নিয়েছেন। 

mzamin

No comments

Powered by Blogger.