দায়মুক্তি চান নেতানিয়াহু; তেল আবিবে লাখো মানুষের বিক্ষোভ
ইহুদিবাদী
ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে তেল আবিবে ব্যাপক
বিক্ষোভ হয়েছে। গতকালের বিক্ষোভে প্রায় এক লাখ মানুষ অংশ নিয়েছে বলে কোনো
কোনো সূত্র দাবি করেছে।
নেতানিয়াহু বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে সমঝোতার ভিত্তিতে নিজের জন্য দায়মুক্তির ব্যবস্থা করার পাশাপাশি সুপ্রিমকোর্টের ক্ষমতা খর্বের ষড়যন্ত্র করছেন বলে খবর ফাঁস হয়ে যাওয়ার পর এই বিক্ষোভ হলো।
বিক্ষোভকারীরা বলেছেন, নেতানিয়াহু হচ্ছেন দুর্নীতিবাজ প্রধানমন্ত্রী। তিনি এখানে এক ব্যক্তির শাসন চালুর চেষ্টা করছেন। তবে তাকে এ সুযোগ দেওয়া হবে না।
গত এপ্রিলে পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হন নেতানিয়াহু। নতুন মেয়াদ শুরুর পর এই প্রথম তার বিরুদ্ধে বিক্ষোভ হলো। নেতানিয়াহুর বিরুদ্ধে ঘুষ ও দুর্নীতির অভিযোগে তিনটি মামলা চলছে। এসব মামলা থেকে রেহাই পেতেই দেশটির পার্লামেন্টকে কাজে লাগিয়ে তিনি সুপ্রিমকোর্টের ক্ষমতা খর্ব করার চেষ্টা করছেন বলে বিক্ষোভকারীরা জানিয়েছেন।
আগামী অক্টোবরে দুর্নীতির অভিযোগে তাকে অ্যাটর্নি জেনারেলের দপ্তরে হাজির হতে হবে। অভিযোগ রয়েছে, নেতানিয়াহু নিজে ঘুষ নেওয়ার পাশাপাশি অন্যকেও ঘুষ দিয়েছেন।
নেতানিয়াহু বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে সমঝোতার ভিত্তিতে নিজের জন্য দায়মুক্তির ব্যবস্থা করার পাশাপাশি সুপ্রিমকোর্টের ক্ষমতা খর্বের ষড়যন্ত্র করছেন বলে খবর ফাঁস হয়ে যাওয়ার পর এই বিক্ষোভ হলো।
বিক্ষোভকারীরা বলেছেন, নেতানিয়াহু হচ্ছেন দুর্নীতিবাজ প্রধানমন্ত্রী। তিনি এখানে এক ব্যক্তির শাসন চালুর চেষ্টা করছেন। তবে তাকে এ সুযোগ দেওয়া হবে না।
গত এপ্রিলে পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হন নেতানিয়াহু। নতুন মেয়াদ শুরুর পর এই প্রথম তার বিরুদ্ধে বিক্ষোভ হলো। নেতানিয়াহুর বিরুদ্ধে ঘুষ ও দুর্নীতির অভিযোগে তিনটি মামলা চলছে। এসব মামলা থেকে রেহাই পেতেই দেশটির পার্লামেন্টকে কাজে লাগিয়ে তিনি সুপ্রিমকোর্টের ক্ষমতা খর্ব করার চেষ্টা করছেন বলে বিক্ষোভকারীরা জানিয়েছেন।
আগামী অক্টোবরে দুর্নীতির অভিযোগে তাকে অ্যাটর্নি জেনারেলের দপ্তরে হাজির হতে হবে। অভিযোগ রয়েছে, নেতানিয়াহু নিজে ঘুষ নেওয়ার পাশাপাশি অন্যকেও ঘুষ দিয়েছেন।
No comments