‘আরব দেশগুলোর মিত্র ইসরাইল’
ইরান
ও ইসলামিক স্টেট জঙ্গিদের বিরুদ্ধে লড়াইয়ে আরব রাষ্ট্রগুলোর পরম মিত্র
ইসরাইল। এমন মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহু।
ব্রাজিলের প্রেসিডেন্ট জায়ের বলসোরানোর অভিষেক অনুষ্ঠানে গিয়ে দেশটির
স্থানীয় টিভি চ্যানেল গ্লোব টিভিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য
করেন। সিরিয়ায় ইরানিদের অবস্থান লক্ষ্য করে চালানো বিমান হামলা ও সিরিয়া
থেকে মার্কিন সেনা প্রত্যাহারে প্রেসিডেন্ট ট্রামেপর সিদ্ধান্ত নিয়ে
আলোচনার প্রেক্ষিতে এ কথা বলেন তিনি। ইরানের সঙ্গে সম্পর্কের বিষয়ে তিনি
বলেন, ইসরাইলকে ধ্বংস করার জন্য ইরান পারমাণবিক অস্ত্র বর্ধিত করার চেষ্টা
করছে। ইরানের সঙ্গে শান্তি আলোচনায় বসার পরিকল্পনা আছে কিনা- এমন প্রশ্নের
জবাবে নেতানিয়াহু বলেন, আমাদেরকে ধ্বংসের জন্য ইরান যদি প্রতিশ্রুতিবদ্ধ
থাকে, তাহলে আমার উত্তর না। যদি ইরান সমপূর্ণ রূপান্তরের মধ্য দিয়ে যায়,
তাহলেই হয়তো শান্তি আলোচনা সম্ভব। ফিলিস্তিন প্রসঙ্গে তিনি বলেন,
দুর্ভাগ্যবশত আমরা ফিলিস্তিনিদের নিয়ে আর কোনো বিষয়ে আগ্রসর হই নি।
অর্ধেকের বেশি ফিলিস্তিন ইরান ও মৌলবাদী ইসলামের অধীনে রয়েছে।
বলসোরানোর অভিষেক অনুষ্ঠানের ফাঁকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পমেপওর সঙ্গে আলোচনায় বসার কথা রয়েছে ইসরাইলি প্রধানমন্ত্রীর। সিরিয়া থেকে মার্কিন সেনা প্রত্যাহারের বিষয়ে তারা আলোচনা করবেন বলে ধারণা করা হচ্ছে।
বলসোরানোর অভিষেক অনুষ্ঠানের ফাঁকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পমেপওর সঙ্গে আলোচনায় বসার কথা রয়েছে ইসরাইলি প্রধানমন্ত্রীর। সিরিয়া থেকে মার্কিন সেনা প্রত্যাহারের বিষয়ে তারা আলোচনা করবেন বলে ধারণা করা হচ্ছে।
No comments