সীতাকুণ্ডে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৩
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ড এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে তিনজন অগ্নিদগ্ধ হয়েছেন।
মঙ্গলবার দুপুরে এই সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে। আহতরা হলেন- মনির হোসেন (৫৫), রাজিব দে (২৫) ও রাম দাশ (২৭)।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আলাউদ্দিন সীতাকুণ্ডে সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ তিনজনকে হাসপাতালে ভর্তির বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, স্থানীয় একটি কারখানার কয়েকজন শ্রমিক কারখানার বাইরে সিলিন্ডার গ্যাস দিয়ে ভাত রান্না করার সময় গ্যাস সিলিন্ডারটি আকস্মিকভাবে বিস্ফোরিত হয়। এতে তিন শ্রমিক অগ্নিদগ্ধ হয়ে গুরুতর আহত হন। আহতদের শরীরের ২০ থেকে ৩০ শতাংশ পর্যন্ত পুড়ে গেছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
মঙ্গলবার দুপুরে এই সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে। আহতরা হলেন- মনির হোসেন (৫৫), রাজিব দে (২৫) ও রাম দাশ (২৭)।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আলাউদ্দিন সীতাকুণ্ডে সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ তিনজনকে হাসপাতালে ভর্তির বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, স্থানীয় একটি কারখানার কয়েকজন শ্রমিক কারখানার বাইরে সিলিন্ডার গ্যাস দিয়ে ভাত রান্না করার সময় গ্যাস সিলিন্ডারটি আকস্মিকভাবে বিস্ফোরিত হয়। এতে তিন শ্রমিক অগ্নিদগ্ধ হয়ে গুরুতর আহত হন। আহতদের শরীরের ২০ থেকে ৩০ শতাংশ পর্যন্ত পুড়ে গেছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
No comments