শিগগিরই নতুন নেতার নাম ঘোষণা করবে হামাস
ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস ঘোষণা করেছে, শিগগিরই সংগঠনটির পরবর্তী নেতার নাম ঘোষিত হবে। হামাসের সিনিয়র নেতা ইসমাইল হানিয়া বলেছেন, সংগঠনের অভ্যন্তরীণ নির্বাচনের ফলাফল ‘আগামী কয়েকদিনের মধ্যে’ ঘোষণা করা হবে। নাম প্রকাশে অনিচ্ছুক হামাসের একজন কর্মকর্তা জানিয়েছেন, ১৫ মে’র আগেই নতুন নেতৃত্বের নাম ঘোষিত হবে। তিনি বলেন, নতুন নেতা হিসেবে হানিয়ার নির্বাচিত হওয়ার সম্ভাবনা বেশি। সেক্ষেত্রে তিনি দুইবারের নেতা খালেদ মিশালের স্থলাভিষিক্ত হবেন। ২০০৬ সালে অনুষ্ঠিত ফিলিস্তিনের পার্লামেন্ট নির্বাচনে হামাস বিপুলভোটে জয়ী হয় এবং ইসমাইল হানিয়া প্রধানমন্ত্রী নির্বাচিত হন।
হামাস ইসরাইলকে স্বীকৃতি দিতে অসম্মতি জানানোয় তখন থেকে পশ্চিমা দেশগুলো এই সংগঠনের সাথে কোনোরকম আলোচনায় বসতে রাজি হয়নি। ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ২০০৭ সালে হানিয়াকে প্রধানমন্ত্রীর পদ থেকে সরিয়ে দেন। এরপর গাজা উপত্যকায় নিজের শাসন প্রতিষ্ঠা করে হামাস। হামাসের সিনিয়র কর্মকর্তারা রোববার মাহমুদ আব্বাসকে ‘মানবতার বিরুদ্ধে অপরাধের’ দায়ে অভিযুক্ত করেন। আব্বাস গত মাসে বলেছিলেন, গাজা উপত্যকাকে হামাসের কাছ থেকে ছিনিয়ে স্বশাসন কর্তৃপক্ষের নিয়ন্ত্রণে আনার জন্য তিনি ‘নজিরবিহীন’ পদক্ষেপ নেবেন। এর প্রতিক্রিয়ায় ইসমাইল হানিয়া বলেছেন, আব্বাস ‘দিবাস্বপ্ন’ দেখছেন। তিনি বলেন, “যদি কেউ ভেবে থাকেন গাজাকে আত্মসমর্পণে বাধ্য করা যাবে তবে তিনি ঘোরের মধ্যে রয়েছেন। কারণ, প্রতিরোধ, আত্মত্যাগ ও শাহাদাতের কারণে গাজা উপত্যকা ফিলিস্তিনি জনগণের হৃদয়ে স্থান করে নিয়েছে। সূত্র : ওয়েবসাইট
No comments