এবার তার বেপরোয়া গতির শিকার স্বজনরাই
মানিকছড়ির তুলাবিল গ্রামের যুবক মো: শাহাজালাল (৩২) পেশায় মোটরসাইকেল চালক। শত কিলোমিটার গতিতে মোটরসাইকেল চালানোই ছিল তার পছন্দের বিষয়। অভিযোগ রয়েছে, এ জন্য গত ৫ বছরে কয়েক ডজন যাত্রী পঙ্গুসহ অর্ধশত দুর্ঘটনা সে ঘটিয়েছে। সর্বশেষ গতকাল সোমবার সকালে তার মোটরসাইকেলে করে তার জেঠা মো: মোক্তার হোসেন (৭০) ও পিতা মো: মীর হোসেনকে (৬৫) নিয়ে ব্যক্তিগত কাজে ফেনীর ছাগলনাইয়া যায় সে। বিকাল সোয়া ৪টায় ফেরার পথে হেয়াঁকো বাজারের অদূরে (কড়ই বাগান) মোটরসাইকেল-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলে তার জেঠা এবং চমেক হাসপাতালে পিতার মৃত্যু ঘটে।
গুরুতর আহত শাহাজালালও চিকিৎসাধীন। দুই সহোদরের এমন মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। শাহাজালালের পারিবারিক সূত্র থেকেই এ দুর্ঘটনা ও তার এ ধরনের কর্মকা- সম্পর্কে জানা গেছে। জানা গেছে, গত ৫/৬ বছরে অন্তত অর্ধশত বার মোটরসাইকেল দুর্ঘটনা ঘটিয়েছে সে। এতে প্রায় ১৫ ব্যক্তি পঙ্গুত্ববরণসহ অসংখ্য হাঁস-মুরগি, গরু-ছাগল, কুকুর-বিড়াল দুর্ঘটনার শিকার হয়েছে।
No comments