রাজবাড়ীতে ভাংচুর-লুটপাট : মামলা করতে না দেয়ার অভিযোগ প্রভাবশালীদের বিরুদ্ধে
রাজবাড়ীর বালিয়াকান্দিতে সস্ত্রাসী হামলায় বাড়িঘর ও দোকানপাট ভাংচুর, লুটপাটের ঘটনায় মহিলাসহ ৬ আহত হওয়ার পাঁচদিন পরও বিচার না পেয়ে পুনরায় হামলার আতঙ্কে ক্ষতিগ্রস্তরা। পুরুষ সদস্যরা রাতে বাড়ি থাকতে পাড়ছে না। ফলে মহিলারা ভীত-সস্ত্রস্ত হয়ে পড়েছেন। ঘটনার প্রতিকার চেয়ে ক্ষতিগ্রস্তরা থানায় মামলা করতে চাইলেও এলাকার প্রভাবশালী কিছু রাজনৈতিক ব্যক্তি ঘটনার বিচারের আশ্বাসে মামলা করতে দিচ্ছে না বলে অভিযোগ। ওই ঘটনার পর বিচারের আশ্বাস প্রদানকারী আওয়ামী লীগ নেতা সাধন মিয়া শালিসের দিন দুই বার পাল্টানোর ফলে হামলাকারী কালু মন্ডল ও আব্দুর রহিম পুনরায় সস্ত্রাসী তান্ডব চালানোর পরিকল্পনা করছে বলে ক্ষতিগ্রস্তরা সাংবাদিকদের কাছে গতকাল সোমবার দুপুরে অভিযোগ করেন। উল্লেখ্য, রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের ঘোড়ামারা গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গত বৃহস্পতিবার সকালে হামলা চালিয়ে ৪টি বাড়ি ও ১টি দোকান ভাংচুর করাসহ হামলায় মহিলাসহ ছয়জন আহত হয়েছেন। সস্ত্রাসীদের হামলায় হাসেম মোল্যা (৬৫),
আর্জিনা বেগম (৩৫), আতিকুল মোল্যা (২৭), আয়শা বেগম (২৪), ইমামুল (২৩) ও সেহেল মোল্লা (২২) গুরুতর আহত হয়। আহতদেরকে বালিয়াকান্দি হাসপাতালে ভর্তি করা হয়েছে। সন্ত্রাসীরা নগদ টাকাসহ প্রায় ৫ লক্ষাধিক টাকার সম্পদ লুট করে নিয়ে যায় বলে অভিযোগ সূত্রে প্রকাশ। হামলার খবর পেয়ে বালিয়াকান্দি থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তখন স্থানীয়রা পুলিশের সহায়তায় আহতদের উদ্ধার করে বালিয়াকান্দি উপজেলা হাসাতালে নিয়ে চিকিৎসা করায়। এ বিষয়ে বালিয়াকান্দি থানার অফির্সাস ইনচার্জ জাহিদুল ইসলাম পিপিএম বলেন, ঘোরামারার সস্ত্রাসী হামলায় পুলিশ নিয়ন্ত্রণ করেছে। কিন্তু কোনো পক্ষই এখন পর্যন্ত থানায় অভিযোগ দিতে আসেনি। অভিযোগ পেলে পুলিশ আইনী ব্যবস্থা নিবে।
No comments