টেকনাফে সাড়ে ৬ লাখ ইয়াবা জব্দ, আটক ৩
কক্সবাজারের টেকনাফে বিজিবি সদস্যদের সঙ্গে ইয়াবা পাচারকারীদের ফের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় গুলিবিদ্ধ একজনসহ মিয়ানমারের তিন নাগরিককে আটক করা হয়েছে। তারা হলেন- আকিয়াব এলাকার মুহাম্মদ ইউনূচ (৪৫), মুহাম্মদ নুরুল হুদা (৩০) ও মুহাম্মদ আনোয়ার (২৭)। এদের মাধ্যে গুলিবিদ্ধ মুহাম্মদ ইউনূচকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গুলি বিনিময়ে আহত বিজিবির চার সদস্যও চিকিৎসা নিয়েছেন। সোমবার ভোর থেকে দুদফা টেকনাফের নাইটংপাড়া ও জালিয়ারদীপ এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় প্রায় সাড়ে ৬ লাখ পিস ইয়াবা জব্দ করা হয় বলে জানান কক্সবাজার সেক্টর কমান্ডার কর্নেল মো. রকিবুল হক। তিনি বলেন, নাফ নদীর নাইটংপাড়া সীমান্ত দিয়ে ইয়াবার চালান আসছে এমন গোপন সংবাদে অভিযানে গেলে এই গোলাগুলির ঘটনা ঘটে। আটকদের বিরুদ্ধে টেকনাফ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান রকিবুল হক। এদিকে, ভোরে নাফ নদীর জালিয়ার দ্বীপ এলাকায় অভিযান চালিয়ে ৫ লাখ পিস ইয়াবা জব্দ করেছে বলে বিজিবি টেকনাফ ২ ব্যাটালিয়নের কমান্ডার লে. কর্নেল আবুজার আল জাহিদ।
No comments