বগুড়ায় বাস খাদে পড়ে নিহত ৩
বগুড়ার শেরপুর উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী একটি বাস গাছের সঙ্গে ধাক্কা লেগে খাদে পড়ে তিনজন নিহত ও অন্তত ১৫ জন আহত হয়েছেন। রোববার দিনগত রাত পৌনে ১টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের উপজেলার সীমাবাড়ী বগুড়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- গাইবান্ধার সাঘাটা উপজেলার খেয়ারঘাট গ্রামের মোফাজ্জল হোসেনের ছেলে সাইদুল ইসলাম (৩০), একই উপজেলার মণ্ডলপাড়া গ্রামের সাইদার রহমানের ছেলে তারেক ২৭) ও আবদুল করিম (৪৫) শেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. সোহেল রানা জানান,
নিউ সেফা পরিবহনের রাসেল-রাব্বি নামে বাসটি (ঢাকা মেট্রো ব-১৪-০০১৪) গাইবান্ধার সাঘাটা উপজেলা থেকে ঢাকার উদ্দেশে যাচ্ছিল। পথে ওই স্থানে পৌঁছে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি মহাসড়কের পাশে লাগানো গাছের সঙ্গে সজোরে ধাক্কা খেয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই বাসের ভেতরে দু'জন এবং ছাদ থেকে ছিটকে সড়কের পাশে পুকুরে পড়ে একজনের মৃত্যু হয়। আহত ১৫ যাত্রীকে উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও জানান সোহেল রানা। এসময় মহাসড়কে যানজটের সৃষ্টি হয়। পুলিশের তৎপরতায় আধাঘণ্টা পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। শেরপুর থানার ওসি খান মো. এরফান জানান, এই দুর্ঘটনায় নিহত ও আহত সবাই ওই বাসের যাত্রী ছিলেন। বাসটি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনায় থানায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
No comments