প্রাণের অনুকূল গ্রহের সন্ধান পেয়েছে নাসা
পৃথিবীর
আকারের একটি গ্রহে প্রাণের অস্তিত্ব থাকতে পারে, এরকম আবহাওয়ার সন্ধান
পেলেন বিজ্ঞানীরা। নাসার পক্ষ থেকে বুধবার এক প্রেস বিজ্ঞপ্তি জারি করে
জানানো হয়েছে, কেপলার স্পেস টেলিস্কোপের মাধ্যমে ‘ট্যাটোয়েন’ নামক এই
গ্রহটিকে পর্যবেক্ষণ করা হয়েছে। কিন্তু, এর দূরত্ব সম্পর্কে বিশদে কিছু
জানানো সম্ভব হয়নি। জার্মানির হামবুর্গের ইনস্টিটিউট অব মেটেরোলজি’র
ম্যাক্স প্ল্যাঙ্ক এবং নিউ জার্সির প্রিন্সেটন বিশ্ববিদ্যালয়ের রিসার্চ
স্কলার ম্যাক্স পপ জানিয়েছেন, দুটি উজ্জ্বল নক্ষত্রকে (সূর্যের মতো)
প্রদক্ষিণ করছে এই গ্রহটি। সাধারণত দুটি নক্ষত্রকে প্রদক্ষিণকারী কোনো
গ্রহ আকারে পৃথিবীর থেকে বড় হয় এবং তার মধ্যেকার উপাদান গ্যাসীয় হয়। কিন্তু
এক্ষেত্রে কিছুটা ব্যতিক্রম রয়েছে। ট্যাটোয়েন গ্রহটি আকারে পৃথিবীর মতোই
এবং এর পরিবেশ মরভূমির সমতূল।
বিজ্ঞানীরা জানিয়েছেন, বৈশিষ্ট্যগত দিক থেকে
যেহেতু এই গ্রহটি কিছুটা আলাদা, তাই এখানে প্রাণের অস্তিত্ব থাকা নিয়ে
এখনো যথেষ্ট সন্দিহান বিজ্ঞানীরা। তবে গবেষক দল আশাবাদী যেহেতু দুটি
উজ্জ্বল নক্ষত্র থেকে এই গ্রহটির দূরত্ব প্রায় সমান। তাই এখানে প্রাণের
অস্তিত্ত্ব থাকলেও থাকতে পারে। তবে এবিষয়ে আরো গবেষণা এবং পর্যবেক্ষণ
প্রয়োজন বলে গবেষক দল দাবি করেছেন।
No comments