পার্টির ফান্ড সংগ্রহে মন্ত্রীর আইসক্রিম বিক্রি
ভারতের
তেলাঙ্গানা রাষ্ট্র সমিতি- টিআরএসের বার্ষিক সম্মেলনের জন্য পার্টি ফান্ড
গঠনে মাঠে নেমেছেন দলটির সদস্যরা। এরই অংশ হিসেবে দলীয় কর্মীদের পার্টি
ফান্ড গঠনে প্রয়োজনে কুলিগিরি করার কথা বলেছেন দলটির সদস্য তেলাঙ্গানার
মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রায়। আর এ বিষয়ে দৃষ্টান্ত স্থাপনে
মুখ্যমন্ত্রীর ছেলে এবং প্রদেশের তথ্য ও প্রযুক্তিমন্ত্রী কেটি রামা রাও
আইসক্রিম বিক্রি করেছেন।
শুক্রবার কেটি রামা রাও হায়দরাবাদ-নাগপুর ন্যাশনাল
হাইওয়ের সুচিত্রা আইসক্রিম পার্লারে মাত্র ঘণ্টাখানেক আইসক্রিম বিক্রি
করেন। আর এই অল্প সময়েই তিনি প্রায় সাড়ে ৭ লাখ টাকার আইসক্রিম বিক্রি করে
ফেলেন। এই টাকা আয়ে ওই আইসক্রিম পার্লারটির এক মাস সময় লাগতো। তবে
মুখ্যমন্ত্রী থেকে অনেক ধনী ক্রেতা আইসক্রিম কিনে খুব দ্রুতই বিপুল অংকের
টাকা আয়ের সুযোগ করে দেন। সূত্র: এনডিটিভি
No comments