ইবিতে লাঠির ‘সংঘাত’ : মুগ্ধ দর্শক
ইসলামী
বিশ্ববিদ্যালয়ে বাংলার সাধারণ মানুষের ঐতিহ্যবাহী খেলা ‘লাঠি খেলা’
অনুষ্ঠিত হয়েছে। তিন দিনব্যাপী বৈশাখী মেলার দ্বিতীয় দিন আজ শনিবার সকাল
সাড়ে দশটায় বিশ্ববিদ্যালয়ের ক্রিকেট মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। বিলুপ্ত
প্রায় ঐতিহ্যবাহী এ খেলা দেখতে হাজার হাজার দর্শক খেলার মাঠে সকাল থেকেই
আসতে থাকে। দেশের বিভিন্ন এলাকা থেকে আগত লাঠিয়াল বাহিনী তাদের লাঠি খেলা
প্রদর্শন করেন। লাঠি দিয়ে আঘাত লাঠি দিয়ে প্রতিরোধ. লাঠি দিয়ে বিভিন্ন
ধরনের কলাকৌশল প্রদর্শন করেন লঠিয়াল বহিনী।
একটি পূর্ণাঙ্গ লঠিয়াল বাহিনীতে
বয়স্ক, মাঝ বয়সী, যুবক, কিশোর-কিশোরী সর্বস্তরের সদস্য থাকে। সাধারণত এদের
সবাই পরস্পর সম্পর্কযুক্ত হয়ে থাকে। বাবা-ছেলে, ভাই-বোন। সাধারণত একটি
গোষ্ঠী ধরে গড়ে ওঠে একটি লাঠিয়াল বাহিনী। কুষ্টিয়া ও মেহেরপুর থেকে বেশ
কয়েকটি বাহিনী লাঠি খেলা প্রদর্শন করে দর্শক মাতান। খেলার মাঠে উপস্থিত
থেকে পুরো খেলা উপভোগ করেন বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. হারুন উর রশিদ
আসকারী, প্রোভিসি প্রফেসর ড. শাহিনুর রহমান, ট্রেজারার প্রফেসর ড. সেলিম
তোহাসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছাত্রছাত্রীরা। এছাড়াও মেলায় ঘুরতে আসা
হাজার হাজার দর্শক খেলাটি উপভোগ করেন।
No comments