কোরীয় উত্তেজনা অবসানে চীনের আহ্বান
উত্তর
কোরিয়া অভিমুখে যুক্তরাষ্ট্রের রণতরী মোতায়েনে উত্তেজনা ক্রমেই বৃদ্ধি
পাচ্ছে। এ যুদ্ধাবস্থা নিয়ে সবাইকে সতর্ক করে উত্তেজনার অবসান চেয়েছে চীন।
খবর রয়টার্স ও বিবিসির। এদিকে, রণতরী মোতায়েনের পর উত্তর কোরিয়ার
সেনাবাহিনী প্রথমবারের মতো দূরপাল্লার ক্ষেপণাস্ত্রসহ কুচকাওয়াজ করে
নিজেদের শক্তিমত্তা প্রদর্শন করেছে। এর মধ্য দিয়ে দেশটি ক্ষেপণাস্ত্র
কর্মসূচি আরও সমৃদ্ধ করবে এবং যেকোনো সময় ব্যবহারে সক্ষম বলেই বার্তা দেয়া
হলো। সব মিলিয়ে উত্তর কোরিয়া ঘিরে বেশ যুদ্ধ যুদ্ধ ভাব বিরাজ করছে। এমন
প্রেক্ষাপটে মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স ১০ দিনের বিশেষ সফরে
এশিয়া আসার ঘোষণা দিয়েছেন। তবে উত্তর কোরিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যকার
সমস্যার সমাধান খুঁজতে আলোচনার আহ্বান জানিয়েছে চীন। যুদ্ধ এড়াতে দেশ দুটির
মধ্যে আলোচনার পরিবেশ তৈরির চেষ্টা করছে বেইজিং। উত্তর কোরিয়ায় সঙ্গে
যেকোনো সময় সংঘাত বাধতে পারে আশংকা প্রকাশ করে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং
ই বলেছেন, 'যুদ্ধ বাধলে কেউ জিতবে না।
সবাই বিষয়টি অনুধাবন করা উচিত।'
চীনের আশংকা, উত্তর কোরিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের দ্বন্দ্ব বাড়লে তাদের
সীমান্তবর্তী অঞ্চল হুমকির মুখে পড়বে। চীনা পররাষ্ট্রমন্ত্রী বলেন, 'আমি
মনে করি, এই পরিস্থিতিতে সংশ্লিষ্ট সবার সতর্ক হওয়া উচিত।' তিনি আরও বলেন,
'কথায় বা আচরণে একে অন্যকে হুমকি দেয়া এবং চটানো থেকে বিরত থাকতে সব পক্ষের
প্রতি আহ্বান জানাচ্ছি, যাতে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে না যায়।'
এদিকে, শনিবার যুদ্ধভাবের মধ্যেই উত্তর কোরিয়া দেশটির ফাউন্ডিং ফাদার কিম
'টু'র ১০৫তম জন্মদিনের বিশেষ কুচকাওয়াজ থেকে মার্কিন কর্তৃপক্ষের আচরণকে
'সামরিক হিস্টিরিয়া' রোগ বলে উল্লেখ করেছে। পাশাপাশি এর যোগ্য জবাব দেয়ার
জন্য উত্তর কোরিয়া প্রস্তুত বলেও ঘোষণা দিয়েছে। বিশেষ করে সিরিয়ায় টমাহোক
বোমা ব্যবহারের পর যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়ার বিষয়ে কঠোর মনোভাব প্রদর্শন ও
বিমানবাহী রণতরী প্রেরণের মধ্যে দিয়ে দু'দেশের সম্পর্ক জটিল হয়ে উঠে।
উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএকে দেশটির সেনা বাহিনীর
জেনারেল স্টাফের এক মুখপাত্র জানিয়েছেন, 'উত্তর কোরিয়ার প্রতি
যুক্তরাষ্ট্রের যেকোনো ধরনের সামরিক, অর্থনৈতিক ও রাজনৈতিক কঠোরতার যোগ্য
জবাব দেবে দেশটির জনগণ ও সামরিক বাহিনী।' তিনি আরও বলেন, 'মার্কিন সামরিক
বাহিনী কোনো অ্যাকশানে গেলে তার তীব্র প্রতিক্রিয়া দেখানো হবে।'
মার্কিনিদের আচরণের নির্দয় প্রতিশোধ নেয়া হবে বলেও ঘোষণা দেন এ মুখপাত্র।
No comments