রাষ্ট্রের সঙ্গে বিচার বিভাগের কোনো দ্বন্দ্ব নেই: প্রধানমন্ত্রী
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg200CqtqbdWZRo6YN0oMa-O1rZBiOISlnwXy5_JKG21UFoFoH10IMzz73dzMPBLkGCri7b_BgsLn_uUFWhr-OiGyBD3rnhFqnOEOt3mBL2kwHWvPMTdReEmxbUbAeMvOl944mhB3ierhE/s400/22.jpg)
প্রধানমন্ত্রী
শেখ হাসিনা বলেছেন, রাষ্ট্রের সঙ্গে বিচার বিভাগের কোনো দ্বন্দ্ব নেই। এমন
বিষয়ে কথা উঠাও কাম্য নয়। শনিবার সকালে রাজধানীর কাকরাইলে সুপ্রিমকোর্টের
বিচারপতিদের জন্য নির্মিত বহুতল আবাসিক ভবনের উদ্বোধন করে তিনি একথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, 'সুষ্ঠুভাবে রাষ্ট্র পরিচালনার জন্য একে অপরকে অতিক্রম
করে নয়, শাসন,
বিচার ও আইন বিভাগকে এক সঙ্গে কাজ করতে হবে।' তিনি বলেন,
'রাষ্ট্রের বিভাগগুলোর মধ্যে দ্বন্দ্ব আছে- এমন কথা আসা কারও জন্যই কাম্য
নয়। আমি স্পষ্ট করতে চাই- রাষ্ট্রের সঙ্গে বিচার বিভাগের কোনো দ্বন্দ্ব
নেই।' এ সময় প্রধানমন্ত্রী বিচার বিভাগ নিয়ে কোনো প্রশ্ন থাকলে রাষ্ট্রপতির
সঙ্গে তা আলাপ-আলোচনা করে সমাধান করারও আহ্বান জানান। গৃহায়ন ও গণপূর্ত
মন্ত্রণালয়ের আয়োজনে এই অনুষ্ঠানে প্রধান বিচারপতি এসকে সিনহাও বক্তব্য
দেন।
No comments