১৫৭ মাদক ব্যবসায়ীর নাম প্রকাশ ফিলিপাইন প্রেসিডেন্টের
অবৈধ মাদক ব্যবসার সঙ্গে জড়িত ১৫৭ রাজনীতিক, বিচারক ও নিরাপত্তা কর্মকর্তার নাম আনুষ্ঠানিকভাবে প্রকাশ করলেন ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তে। রোববার তার নিজ শহর দাভাওতে এ তালিকা প্রকাশ করেন তিনি। দীর্ঘ ২২ বছর এই শহরের মেয়র থাকাকালে তিনি এক সময়ের অপরাধপ্রবণ শহরটিকে একটি গুরুত্বপূর্ণ ব্যবসা কেন্দ্রে পরিণত করেছেন। খবর সিএনএনের। ১৫৭ জনের নাম প্রকাশ করে দুতের্তে বলেন, তাদের অবৈধ মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগ সত্য হতে পারে, আবার নাও হতে পারে। এর মাধ্যমে তিনি বোঝাতে চেয়েছেন আদালতের মাধ্যমে নির্দোষ প্রমাণিত হওয়ার অধিকার এসব অভিযুক্তের রয়েছে। অভিযুক্তদের মধ্যে ৫৭ জন রাজনীতিক, সাতজন বিচারক এবং ৯৩ জন সৈনিক ও পুলিশ।
এর মধ্যে কয়েকজন বর্তমান মেয়রও রয়েছেন। দুতের্তে বলেন, আমার মুখে কোনো যথাযথ প্রক্রিয়ার বালাই নেই। এর মাধ্যমে তিনি বোঝাতে চেয়েছেন যে সত্য কথা জানার অধিকার জনগণের রয়েছে। তিনি বলেন, ভুলবশত কারও নাম এই তালিকায় এলে তার পুরো দায় নিতে তিনি প্রস্তুত। দুতের্তে গত মে মাসে ক্ষমতায় আসার পর থেকে ৮০০-এর বেশি মাদক ব্যবসায়ীকে হত্যা করা হয়েছে। এর মধ্যে ৪০০ জন মারা গেছে নিরাপত্তা বাহিনীর গুলিতে। প্রাণ বাঁচাতে অন্তত ৬ লাখ অভিযুক্ত মাদক ব্যবসায়ী আত্মসমর্পণ করেছে। দুতের্তে বলেছেন, মাদক ব্যবসায়ীদের গুলি করে হত্যা অব্যাহত থাকবে। এক্ষেত্রে তিনি মানবাধিকারের থোরাই কেয়ার করেন বলে মন্তব্য করেছেন।
No comments