পাকিস্তানে এবার ‘খোরাসানি আইএস’ নৃশংসতা
পাকিস্তানের কোয়েটায় একটি হাসপাতালে আত্মঘাতী হামলায় নিহতদের লাশ পড়ে আছে (বাঁয়ে) নিহতদের স্বজনদের কান্না -এএফপি |
তালেবানের বর্বর হামলায় বিধ্বস্ত পাকিস্তান এবার খোরাসানি আইএসের নৃশংসতার শিকার হল। দেশটির বেলুচিস্তানের রাজধানী শহর কোয়েটায় একটি সিভিল হাসপাতালে বোমা হামলায় নিহতের সংখ্যা প্রায় একশ’ ছুঁয়েছে। ইরাক-সিরিয়াভিত্তিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) খোরাসানি শাখা এ হামলার দায় স্বীকার করেছে। ২০১৫ সালের জানুয়ারিতে খোরাসানি আইএস প্রতিষ্ঠিত হয়। তেহরিক-ই তালেবান পাকিস্তানের (টিটিপি) সাবেক কমান্ডার হাফিজ সাঈদ খান এ গ্র“পের নেতৃত্ব দিচ্ছে। সোমবার ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে এসব বলা হয়েছে। খোরাসান একটি ঐতিহাসিক পরিভাষা। ইসলামের প্রথম যুগে পারস্যের পূর্বাঞ্চল বোঝাতে এই পরিভাষা ব্যবহৃত হতো। মধ্য এশিয়ার আফগানিস্তান, পাকিস্তান ও ভারতের কিছু অংশ নিয়ে মূলত খোরাসান গঠিত। ২০১৪ সালে ইরাক-সিরিয়ায় আত্মপ্রকাশ করে জঙ্গিগোষ্ঠী আইএস। ২০১৫ সালের জানুয়ারিতে তারা খোরাসান প্রাদেশিক শাখা প্রতিষ্ঠার ঘোষণা দেয়।
গত বছরের ২৬ জানুয়ারি এক অডিওবার্তায় সাবেক তালেবান কমান্ডার হাফিজ সাঈদ খানকে খোরাসানের গভর্নর ঘোষণা দেয় আইএস। আইএসের মুখপাত্র আবু মোহাম্মদ আল আদনানির সাত মিনিটের ওই অডিওবার্তা তাদের ফুরকান মিডিয়ায় প্রকাশ হয়। এছাড়া আইএসের খোরাসানি শাখার ডেপুটি গভর্নর করা হয় সাবেক গুয়ান্তানামো বন্দি ও তালেবান কমান্ডার আবদুর রউফ খাদিমকে। বিশ্লেষকদের ধারণা, তালেবানের একাংশ পুরোপুরি আইএসের আনুগত্য স্বীকার করে নিয়েছে। এখন তারা আফগানিস্তান, পাকিস্তান ও ভারতে হামলার টার্গেট নিয়ে কাজ করছে। হামলার লক্ষ্য ছিলেন আইনজীবীরা : কোয়েটা হামলায় নিহতদের মধ্যে বেশির ভাগই আইনজীবী। সম্প্রতি পাকিস্তানে একের পর এক আইনজীবী জঙ্গি ও সন্ত্রাসীদের হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছেন। কয়েক মাসে বেশ কয়েকজন আইনজীবীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সর্বশেষ সোমবার বালুচিস্তান বার অ্যাসোসিয়েশনের সভাপতি বিলাল আনওয়ার কাসিকে গুলিতে হত্যা করে দুর্বত্তরা। সহকর্মী ও সংগঠনের নেতার মৃত্যুর খবর পেয়ে শতাধিক আইনজীবী জড়ো হয়েছিলেন কোয়েটার এক হাসপাতালের জরুরি বিভাগে। শোকাহত আইনজীবীরা কাসির লাশের পাশে জরুরি বিভাগে জড়ো হওয়ার কিছুক্ষণের মধ্যে হাসপাতালের ভেতরেই ঘটল ভয়াবহ বোমার বিস্ফোরণ। ইসলামাবাদ থেকে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিনিধি জানিয়েছেন, নিরাপত্তা এলাকার প্রধান গেটে এ হামলা হয়েছে। তিনি আভাস দিয়েছেন, আইনজীবীদের লক্ষ্য করেই এ হামলা চালানো হয়েছে।
খোরাসানি আইএস
প্রতিষ্ঠা : জানুয়ারি ২০১৫
প্রধান : তালেবানের সাবেক কমান্ডার হাফিজ সাঈদ খান
লক্ষ্য : আফগানিস্তান, পাকিস্তান, ভারতে আইএসের খেলাফত প্রতিষ্ঠা
খোরাসানি আইএস
প্রতিষ্ঠা : জানুয়ারি ২০১৫
প্রধান : তালেবানের সাবেক কমান্ডার হাফিজ সাঈদ খান
লক্ষ্য : আফগানিস্তান, পাকিস্তান, ভারতে আইএসের খেলাফত প্রতিষ্ঠা
No comments