উত্তেজনা বাড়ছে, সৈন্যদের গুলিতে নিহত আরও ৩
কাশ্মীরে কারফিউ ভঙ্গকারী জনতাকে ছত্রভঙ্গ করতে আবারও গুলি ছুড়েছে ভারতীয় সৈন্যরা। সোমবার সামরিক কনভয়ে হামলাকালে সেনাবাহিনীর গুলিতে তিনজন নিহত হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ। পুলিশের একজন মুখপাত্র মঙ্গলবার রয়টার্সকে বলেন, ‘বিক্ষোভকারীরা রাস্তা দখল করে সামরিক যানচলাচলে বাধা সৃষ্টি করে। তারা সেনাবাহিনীর গাড়িতে আগুন দেয়ার চেষ্টা করে এবং তাদের অস্ত্র কেড়ে নেয়ার উদ্যোগ নেয়।
তখন সেনাবাহিনী তাদের থামানোর জন্য গুলি চালাতে বাধ্য হয়। ঘটনাস্থালে দু’জন নারী মৃত্যুবরণ করেন। পরে হাসপাতালে আরেকজনের মৃত্যু হয়।’ রয়াটার্স জানায়, ৯ জুলাই কাশ্মীরের হিজবুল মুজাহিদিন কমান্ডার বুরহান ওয়ানির হত্যাকে কেন্দ্র করে ফুঁসে উঠেছে রাজ্যটি। আইনশৃয়খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষে এখন পর্যন্ত আহত হয়েছে প্রায় ৩ হাজার ৫শ’ মানুষ এবং মৃতের সংখ্যা ৪২। মুসলিম অধ্যুষিত কাশ্মীরের পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ১১ দিনের জন্য কারফিউ জারি করেছে কর্তৃপক্ষ। ইন্টারনেট, মুঠোফোন এবং সংবাদপত্র প্রকাশ পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে সেখানে।
No comments