নিহত ‘জঙ্গি’ ও গুলশানে হামলাকারীরা একই গ্রুপের: ডিএমপি কমিশনার
ঢাকা মহানগর পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেছেন, রাজধানীর কল্যাণপুরে অভিযানে হতাহত ‘জঙ্গিরা’ ও গুলশানের হামলায় অংশগ্রহণকারীরা একই গ্রুপের সদস্য। আজ ডিএমপির মিডিয়া সেন্টারে অনুষ্ঠিত ব্রিফিংয়ে তিনি জানান, ঘটনাস্থল থেকে বিপুল গোলাবারুদ, বিস্ফোরক, চারটি পিস্তল, ২২টি গুলি, একটি তলোয়ার, তিনটি চাকু, ১২টি গেরিলা চাকু, আল্লাহু আকবর লেখা দুটি কালো পতাকা উদ্ধার করা হয়েছে। ডিএমপি কমিশনার জানান, সোয়াটের নেতৃত্বে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই অভিযান চালায়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে গুলিবিনিময়ে নয়জন জঙ্গি নিহত হয়েছে। হাসান নামের গুলিবিদ্ধ একজনকে আটক করা হয়েছে। নিহত ব্যক্তিদের নাম, পরিচয়, ঠিকানা জানা যায়নি। তাঁদের ছবি সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে দেওয়া হবে। আছাদুজ্জামান আরও জানান, নিহত ‘জঙ্গিদের’ সবার বয়স ২০ থেকে ২৫ বছরের মধ্যে। পরনে কালো পাঞ্জাবি ও জিনসের প্যান্ট ছিল। একজন বাদে সবার পায়ে কেডস ছিল। এই অভিযানকে ইতিহাসের অন্যতম সফল অভিযান বলে চিহ্নিত করেন ডিএমপি কমিশনার। তিনি বলেন, এতে শতভাগ জঙ্গি নিহত হয়েছে। শুধু একজন পুলিশ সামান্য আহত হয়েছেন। অভিযানে সহায়তার জন্য নাগরিক, গণমাধ্যমকর্মী ও পুলিশকে ধন্যবাদ জানান ডিএমপি কমিশনার।
No comments