ইসরায়েলকে বাঁচাতে পারবে না ওবামার মতো ‘ঘুঁটি’

ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার মতো ‘দাবার ঘুঁটি’ ইসরায়েলকে বাঁচাতে পারবে না। গতকাল মঙ্গলবার দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক ভাষণে তিনি এ কথা বলেন।
মার্কিন প্রেসিডেন্ট ওবামাকে উদ্দেশ করে আহমাদিনেজাদ বলেন, ‘আপনি এমন এক “দাবার ঘুঁটি”, যাকে মার্কিন ও ইহুদি সরকারব্যবস্থাকে রক্ষা করার দায়িত্ব দেওয়া হয়েছে। কিন্তু আপনি তা রক্ষা করতে সমর্থ হবেন না।’
আহমাদিনেজাদ সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের কথা উল্লেখ করে বলেন, ‘ইরানের মানুষের প্রতিরোধের মুখে প্রতারণার মাধ্যমে ক্ষমতায় আসা ব্যক্তি (ওবামা) এর আগে বিদায় নেওয়া ব্যক্তির চেয়েও বেশি অপদস্থ হয়ে রাজনৈতিক অঙ্গন থেকে বিদায় নেবেন।’
আহমাদিনেজাদ বলেন, ‘দীর্ঘদিন ধরে তারা ফিলিস্তিনের মাটিতে দুটি রাষ্ট্র সৃষ্টির চেষ্টা করছে। একটি রাষ্ট ফিলিস্তিনিদের জন্য, অন্যটি অবৈধ দখলদারদের জন্য। আজ তারা আবার আশা করছে, এ অঞ্চলের মানুষ ইহুদি সরকারব্যবস্থাকে স্বীকৃতি দেবে। এই ষড়যন্ত্র ব্যর্থ হবে।’
এদিকে ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ গতকাল দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় আবাদানে অবস্থিত তেল শোধনাগারের একটি ইউনিটের উদ্বোধন করতে গেলে সেখানে একটি বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় একজন নিহত, ২০ জনের বেশি আহত হয়েছে।

No comments

Powered by Blogger.