রাজনৈতিক অস্থিরতা বাংলাদেশে বিনিয়োগে বাধা: ইইউ
বাংলাদেশে
বিনিয়োগে প্রধান বাধা হিসেবে রাজনৈতিক অস্থিরতা, বিদেশি নাগরিক হত্যা ও
সন্ত্রাসবাদকে দায়ী করেছে ঢাকাস্থ ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। বৃহস্পতিবার
সচিবালয়ে ইইউ-বাংলাদেশ ব্যবসা পরিবেশ সংক্রান্ত প্রথম সংলাপ অনুষ্ঠানে
ইউরোপীয় রাষ্ট্রদূত পিয়েরে মায়াদোন এ অভিযোগ করেন। এ ছাড়া বাংলাদেশে পণ্য
রফতানির ক্ষেত্রে শুল্কায়ন জটিলতার কথা উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশের
ব্যবসায়ীদের আর্থিক লেনদেনের স্বচ্ছতার বিষয়টিও গুরুত্বের সাথে দেখতে হবে।
এসময় উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রীসহ আরও অনেকে। মায়াদোন বলেন, বিদেশি
বিনিয়োগ আকৃষ্ট করতে বাংলাদেশের অনেক সম্পদ রয়েছে, যা আপনারা গোচরে এনেছেন।
কিন্তু এরপরও বিদেশি বিনিয়োগ বাংলাদেশে বড় আকারে আসে নাই। বাংলাদেশভিত্তিক
বিদেশি কোম্পানির পুনঃবিনিয়োগে বাস্তবতার এই চিত্র সব সময় প্রতিফলিত হয়
না। কিন্তু সরাসরি বিদেশি বিনিয়োগ প্রত্যাশার তুলনায় কমে গেছে। কেন এই
প্যারাডক্স? নিজেই এই প্রশ্নের জবাব দিয়েছেন মায়াদোন। তিনি বলেন, এই
স্থবিরতাকে ব্যাখ্যা করতে সব সময় রাজনৈতিক অনিশ্চয়তাকে সামনে আনা হয়। সেই
সঙ্গে বেড়ে চলা জঙ্গিবাদ, যা এখন অনেক হামলার মধ্য দিয়ে প্রকাশিত হচ্ছে এবং
বিদেশিসহ বেশ কিছু বর্বর, এখনও ব্যাখ্যাতীত হত্যাকা- রয়েছে, যার শাস্তি
হয়নি।
No comments