সেলিব্রেটি বিগ ব্রাদার্সে প্রকাশ্যে যৌনমিলন
বেসামাল
হয়ে পড়লেন স্টেফানি ডেভিস এবং জেরেমি ম্যাকনেল। প্রকাশ্যে অন্য সবার সামনে
শারীরিক সম্পর্কে ধরা পড়লেন। আপত্তিকর এ অবস্থায় ওই কক্ষে উপস্থিত অন্যরা
বাধ্য হয়ে বেরিয়ে যান। এ সময় তাদের উন্মত্ততা চরম পর্যায়ে। এমন ঘটনা ঘটেছে
লন্ডনে সেলিব্রেটি বিগ ব্রাদার প্রতিযোগিতায়। এতে অংশগ্রহণকারীরা থাকেন এক
স্থানে। একই কক্ষে তারা আড্ডা মারেন, হৈ হুল্লোড় করেন। তেমনি এক জুটি
স্টেফানি ডেভিস ও জেরেমি ম্যাকনেল। গত কয়েকদিন ধরেই তাদের মধ্যে অন্তরঙ্গতা
বেড়েছে। এক বিছনায় পাওয়া যাচ্ছে তাদের। কিন্তু তারা সে মাত্রাকে অতিক্রম
করেছেন। যখন কক্ষে অন্যরা উপস্থিত তখন বিছানায় তারা অসংযত আচরণ শুরু করেন।
আপত্তিকর শব্দ বেরিয়ে আসতে থাকে। এতে অস্বস্তিতে পড়েন অন্যরা। ফলে রুম থেকে
বেরিয়ে যেতে বাধ্য হন তারা। স্টেফানি ডেভিস ‘হলিওক’ এর বরখাস্তকৃত
অভিনেত্রী। তিনি আইরিশ মডেলও। কিন্তু আয়ারল্যান্ডের অভিনেতা জেরেমি
ম্যাকনেলের সঙ্গে সেলিব্রেটি বিগ ব্রাদার্সে শারীরিক সম্পর্কে জড়ালেন।
প্রকাশ্যে অন্যদের উপস্থিতিতে তাদের শারীরিক সম্পর্কের এ খবর বৃটিশ
পত্রপত্রিকায় গুরুত্ব দিয়ে প্রকাশ হচ্ছে। অনলাইন সংস্করণগুলো জুড়ে দিচ্ছে
ভিডিও। অনলাইন মিরর বলছে, প্রযোজকরা যখন এমন ভিডিও ফুটেজ দেখেছেন তারা
নিশ্চিত হয়েছেন তাদের আপত্তিকর সম্পর্কের বিষয়টি। তারা গত কয়েক দিন ধরেই
এমন সম্পর্কে জড়িত। তবে এবার তা এতটা প্রকাশ পাওয়ার কারণ, কোন রাখঢাক রাখেন
নি তারা। সবাইকে অবাক করে দিয়ে প্রকাশ্যে, অন্যদের সামনে এমন সম্পর্কের
ফুটেজ রসাত্মক সমালোচনার জন্ম দিয়েছে। তবে স্টেফানির এজেন্ট তাদের শারীরিক
সম্পর্কের কথা অস্বীকার করেছেন।
No comments