গান্ধীর মৃত্যুবার্ষিকীতে ‘হত্যাকারীর’ বই
ভারতের জাতির জনক মহাত্মা গান্ধীর হত্যাকারী নথুরাম বিনায়েক গডসের জীবনী নিয়ে আজ (শনিবার) এক বইয়ের মোড়ক উন্মোচিত হবে। আজ গান্ধীর ৬৮তম মৃত্যুবার্ষিকী। তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে নতুন এ বইয়ের মোড়ক উন্মোচন সমাবেশ অনুষ্ঠিত হবে। খবর দ্য ইকোনমিক টাইমসের। নাথুরামকে নিয়ে লিখিত এ বইয়ের নাম ‘নথুরাম গডস : দ্য স্টোরি অব এন এস্যাসিন’। এটি লিখেছেন অনুপ আশোক সারদেশাই। তার বইয়ের মোড়ক উন্মোচন করবেন রবীন্দ্র ভবনের চেয়ারম্যান ও বিজেপি নেতা দামোদর নাইক। এদিকে বইটি প্রকাশিত হওয়া নিয়ে বিরোধিতা করেছে গোয়া ফরওয়ার্ডেড পার্টি। দলের সেক্রেটারি মোহনদাস ললিয়েনকার বলেন, দেশপ্রেমিক নয়, বরং দেশদ্রোহী এমন ব্যক্তির জীবনী নিয়ে বই প্রকাশে সরকারের সমর্থন সত্যিই হাস্যকর। অতি শিগগিরই সরকারকে তা বাজেয়াপ্ত করা উচিত। তিনি আরও বলেন, বিভিন্ন মহলের ব্যক্তি আমাদের দাবিকে সমর্থন করেছে। বিধানসভার আইনপ্রণেতা বিজয় সারদেশাই বলেন, ‘গান্ধীর মৃত্যুবার্ষিকীতে এমন বই বের করাটা জাতির জন্য হতাশার ও গান্ধীকে অপমান করার শামিল। তবে রবীন্দ্র ভবনের পক্ষ থেকে বলা হয়েছে, এ অনুষ্ঠান এখন আর বানচাল করা সম্ভব নয়।’
উল্লেখ্য, ১৯৪৮ সালের ৩০ জানুয়ারি মহাত্মা গান্ধীকে হত্যা করেছিলেন নথুরাম বিনায়ক গডসে। রবীন্দ্রনাথের ভাগ্নিকে বিয়ে করতে চেয়েছিলেন গান্ধী? : ভারতীয়দের কাছে যেমন সংগ্রামী নেতা হিসেবে পরিচিত, তেমনি বহু নারীর সঙ্গে রগরগে সম্পর্ক ছিল গান্ধীর- এমন পরিচয়েও তিনি কম সমালোচিত নন। গান্ধীর সঙ্গে নতুন আর এক নারীর সম্পর্কের সন্ধান পাওয়া গেছে। শুক্রবার গান্ধীর দৌহিত্র রাজমোহন গান্ধীর লিখিত বইয়ের বরাত দিয়ে এ তথ্য দিয়েছে ডেইলি ভাসকর। বলা হয়েছে, ৫০ বছর বয়সে রবীন্দ্রনাথের ভাগ্নি সরলা দেবীকে বিয়ে করতে চেয়েছিলেন গান্ধী। রাজমোহন তার বইয়ে বলেন, আমার সঙ্গে সরলা দেবীর বিয়ে দেয়ার সিদ্ধান্ত নেন দাদা (গান্ধী)। কিন্তু তিনি সরলার প্রেমে পড়ে যান আর নিজেই বিয়ে করতে ইচ্ছা পোষণ করেন। আরও বলা হয়েছে, সরলা ছিল গান্ধীর স্ত্রী কসতুরবার মতো বুদ্ধিমতী ও প্রভাবশালী ব্যক্তি।
উল্লেখ্য, ১৯৪৮ সালের ৩০ জানুয়ারি মহাত্মা গান্ধীকে হত্যা করেছিলেন নথুরাম বিনায়ক গডসে। রবীন্দ্রনাথের ভাগ্নিকে বিয়ে করতে চেয়েছিলেন গান্ধী? : ভারতীয়দের কাছে যেমন সংগ্রামী নেতা হিসেবে পরিচিত, তেমনি বহু নারীর সঙ্গে রগরগে সম্পর্ক ছিল গান্ধীর- এমন পরিচয়েও তিনি কম সমালোচিত নন। গান্ধীর সঙ্গে নতুন আর এক নারীর সম্পর্কের সন্ধান পাওয়া গেছে। শুক্রবার গান্ধীর দৌহিত্র রাজমোহন গান্ধীর লিখিত বইয়ের বরাত দিয়ে এ তথ্য দিয়েছে ডেইলি ভাসকর। বলা হয়েছে, ৫০ বছর বয়সে রবীন্দ্রনাথের ভাগ্নি সরলা দেবীকে বিয়ে করতে চেয়েছিলেন গান্ধী। রাজমোহন তার বইয়ে বলেন, আমার সঙ্গে সরলা দেবীর বিয়ে দেয়ার সিদ্ধান্ত নেন দাদা (গান্ধী)। কিন্তু তিনি সরলার প্রেমে পড়ে যান আর নিজেই বিয়ে করতে ইচ্ছা পোষণ করেন। আরও বলা হয়েছে, সরলা ছিল গান্ধীর স্ত্রী কসতুরবার মতো বুদ্ধিমতী ও প্রভাবশালী ব্যক্তি।
No comments