এই রায়ে ১৮ বছরের কম বয়সীদের ধর্ষণের সার্টিফিকেট দেয়া হল : ভারতকন্যার মা
দিল্লির আলোচিত নির্ভয়া ধর্ষণ ও হত্যাকাণ্ডের এক অভিযুক্ত কিশোর মুক্তি পাওয়ায় হতাশ হয়েছেন তার বাবা-মা। রোববার ওই কিশোরের মুক্তির প্রাক্কালে নির্ভয়ার তারা বলেন, ‘ন্যায়বিচার হেরে গেছে, জিতে গেছে অপরাধ’। ভারতের আইন অনুযায়ী অপরাধ ঘটানোর সময়ে কারও বয়স ১৮’র কম হলে তাকে তিন বছরের বেশি কারাদণ্ড দেয়া যাবে না। এদের বিচার হবে কিশোর আইনে এবং তাকে আটকে রাখাও হবে কিশোর সংশোধনাগারে। ‘ভারতকন্যা খ্যাত’ নির্ভয়ার আসল নাম জ্যোতি সিং। তাকে ভারতকন্যা বলেও ডাকা হয়। ধর্ষকের মুক্তির পর নির্ভয়ার মা সাংবাদিকদের বলেন,
‘এই রায়ের মাধ্যমে ভারতের ১৮ বছরের কমবয়সীদের ধর্ষণের সার্টিফিকেট দেয়া হল। আমি জানতাম এমনটাই ঘটবে। এতে আমি বিস্মিত নই।’ নির্ভয়ার বাবা জানতে চান, ‘আর কত মেয়ে ধর্ষিত হলে আইন পরিবর্তন হবে?’ এদিকে, কারাগার কর্তৃপক্ষের বরাত দিয়ে এনডিটিভি জানায়, মুক্তির আগে অভিযুক্ত কিশোরের পুনর্বাসন নিশ্চিত করার সব রকম ব্যবস্থা করেছে সরকার। কিশোর সংশোধনালয়ে থাকার সময় দর্জির কাজ এবং রান্না করতে শিখেছিল ওই অপরাধী। মুক্তির পরে তাকে একটি সেলাইয়ের দোকান খুলে দিতে উদ্যোগ নেয়া হয়েছে। ব্যবস্থা করা হয়েছে সেলাই মেশিনসহ অন্যান্য প্রয়োজনীয় সামগ্রীর।
No comments