‘সুযোগ দিলে সেরাটা দেবো’
পাকিস্তান প্রিমিয়ার লীগে (পিসিএলে টি-২০) সুযোগ পেয়েছেন বাংলাদেশের তিন ক্রিকেটার সাকিব আল হাসান, তামিম ইকবাল ও পেসার মুস্তাফিজুর রহমান। এর মধ্যে সাকিব আল হাসানের আইপিএল, বিগব্যাশ, সিপিএল, এসএলপিএলে খেললেও তামিম ইকবালের খেলার অভিজ্ঞতা আছে শুধু সিপিএলে। সেন্ট লুসিয়ার হয়ে ২০১৩ সালে সিপিএলে খেলেন তিনি। তামিম অবশ্য আইপিএলে পুনের হয়ে সুযোগ পেলেও মাঠে নামতে পারেনি। অন্যদিকে তরুণ পেসার মুস্তাফিজুর রহমানের এক বিপিএল ছাড়া দেশের বাইরে আর কোনো ঘরোয়া টুর্নামেন্টেই খেলা হয়নি। তবে লাহোরের হয়ে মুস্তাফিজ খেলবে দেশের বাইরে তার প্রথম টি-টোয়েন্টি আসরে। এই বছরই দেশের হয়ে পাকিস্তানের বিপক্ষে প্রথমে টি-টোয়েন্টি এরপর ভারতের বিপক্ষে ওয়ানডে ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট অভিষেক হয় তার। তিন ফরমেটের ক্রিকেটেই তিনি অভিষেক ম্যাচ থেকেই বল হাতে দেখিয়েছেন রেকর্ড আর চমক। মাত্র ৬ ওয়ানডে খেলেই আইসিসির ওয়ানডে দলের বর্ষসেরা একাদশে জায়গা করে নেন মুস্তাফিজ। বাংলাদেশ প্রিমিয়ার লীগে (বিপিএল টি-২০) খেলেন ঢাকা ডায়নামাইটসের হয়ে। তবে প্রত্যাশা পূরণ করতে পারেনি তিনি। ১০ ম্যাচে নিয়েছেন ১৪টি উইকেট। এর মধ্যে সেরা শিকার ১৪ রানে ৩টি উইকেট। তাই বিপিএলের পর পিসিএলকে তিনি নতুন চ্যালেঞ্জ হিসেবেই মনে করেছেন। পিসিএলে সুযোগ পাওয়ার অনুভূতি নিয়ে মুস্তাফিজ মুঠোফোনে মানবজমিনকে বলেন, ‘আল্লাহর রহমতে সুযোগ পেয়েছি। খুবই ভালো লাগছে। যে কোনো বড় সুযোগই ভালো লাগার বিষয়। আশা করি সুযোগ কাজে লাগাতে পারবো।’
লাহোরের হয়ে ক্রিস গেইলের দলে খেলবেন মুস্তাফিজুর রহমান। দেশের বাইরে বড় টুর্নামেন্ট খেলাকে বড় চ্যালেঞ্জ বলেও মনে করেন তিনি। মুস্তাফিজ বলেন, ‘এটি আমার দেশের বাইরে বড় কোনো টুর্নামেন্ট হবে। তাই চ্যালেঞ্জতো অবশ্যই। আর এটিও সত্যি যে আমার জন্য যে কোনো ম্যাচেই ভালো করার চ্যালেঞ্জ থাকে।’ বিপিএলে যতটা আশা করা হয়েছিল তার কাছে ততোটা করে দেখাতে পারেননি তিনি। তবে খুব যে খারাপ করেছে তাও নয়। বিপিএলে প্রত্যাশা পূরণ না হলেও পাকিস্তানের সিপিএলে সুযোগ পেলে তা কাজে লাগাতে প্রস্তুত মুস্তাফিজ। তিনি বলেন, ‘যদি তারা আমাকে খেলার সেভাবে সুযোগ দেয় তাহলে আমি চেষ্টা করবো আমার সেরাটা দেয়ার।’
এই পর্যন্ত জাতীয় দলের হয়ে ৫টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন মুস্তাফিজ। পেয়েছেন ৬টি উইকেটও। এর মধ্যে সেরা শিকার জিম্বাবুয়ের বিপক্ষে ১৬ রান খরচ করে দুটি উইকেট। এ ছাড়াও পাকিস্তানের বিপক্ষেও অভিষেক ম্যাচে ২০ রানে নিয়েছিলেন ২টি উইকেট। বল হাতে মুস্তাফিজের ভয়ঙ্কর অস্ত্র কাটার। মুস্তাফিজের প্রথম টি-টোয়েন্টির শিকার ছিল পাকিস্তান টি-টোয়েন্টি দলের অধিনায়ক শহীদ আফ্রিদি ও দ্বিতীয় শিকার হয়েছিলেন পাকিস্তানের আরেক তারকা ক্রিকেটার মো. হাফিজ।
পিসিএলে সাকিব খেলবেন করাচি কিংসে। তামিম খেলবেন শহীদ আফ্রিদির পেশওয়ারে। এ ছাড়াও এই দেশের আরও ৭ ক্রিকেটার আছেন পিসিএলের তালিকাতে।
লাহোরের হয়ে ক্রিস গেইলের দলে খেলবেন মুস্তাফিজুর রহমান। দেশের বাইরে বড় টুর্নামেন্ট খেলাকে বড় চ্যালেঞ্জ বলেও মনে করেন তিনি। মুস্তাফিজ বলেন, ‘এটি আমার দেশের বাইরে বড় কোনো টুর্নামেন্ট হবে। তাই চ্যালেঞ্জতো অবশ্যই। আর এটিও সত্যি যে আমার জন্য যে কোনো ম্যাচেই ভালো করার চ্যালেঞ্জ থাকে।’ বিপিএলে যতটা আশা করা হয়েছিল তার কাছে ততোটা করে দেখাতে পারেননি তিনি। তবে খুব যে খারাপ করেছে তাও নয়। বিপিএলে প্রত্যাশা পূরণ না হলেও পাকিস্তানের সিপিএলে সুযোগ পেলে তা কাজে লাগাতে প্রস্তুত মুস্তাফিজ। তিনি বলেন, ‘যদি তারা আমাকে খেলার সেভাবে সুযোগ দেয় তাহলে আমি চেষ্টা করবো আমার সেরাটা দেয়ার।’
এই পর্যন্ত জাতীয় দলের হয়ে ৫টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন মুস্তাফিজ। পেয়েছেন ৬টি উইকেটও। এর মধ্যে সেরা শিকার জিম্বাবুয়ের বিপক্ষে ১৬ রান খরচ করে দুটি উইকেট। এ ছাড়াও পাকিস্তানের বিপক্ষেও অভিষেক ম্যাচে ২০ রানে নিয়েছিলেন ২টি উইকেট। বল হাতে মুস্তাফিজের ভয়ঙ্কর অস্ত্র কাটার। মুস্তাফিজের প্রথম টি-টোয়েন্টির শিকার ছিল পাকিস্তান টি-টোয়েন্টি দলের অধিনায়ক শহীদ আফ্রিদি ও দ্বিতীয় শিকার হয়েছিলেন পাকিস্তানের আরেক তারকা ক্রিকেটার মো. হাফিজ।
পিসিএলে সাকিব খেলবেন করাচি কিংসে। তামিম খেলবেন শহীদ আফ্রিদির পেশওয়ারে। এ ছাড়াও এই দেশের আরও ৭ ক্রিকেটার আছেন পিসিএলের তালিকাতে।
No comments