সাকিবে আলাদা নজর
আইকন খেলোয়াড়ের তালিকায় নাম ছিল না তার। তবে সাকিব আল হাসানের উচ্চতাটা প্রকাশ পেলো পরিষ্কারই। লটারির প্রথম পর্ব ছিল পাঁচ আইকন খেলোয়াড়কে নিয়ে। এতে প্রত্যেক দল বেছে নেয় একজন করে আইকন খেলোয়াড়। প্লাটিনাম ক্যাটাগরির আদতে মূল লটারিটা ছিল এর পর পরই। আর এমন লটারিতে সবচেয়ে চাহিদার খেলোয়াড়টি বাংলাদেশের সাকিব আল হাসান। গতকাল অনুষ্ঠিত হলো পাকিস্তানের ঘরোয়া টি-টোয়েন্টি সুপার লীগের (পিএসএল) খেলোয়াড় ড্রাফট। ৩১০ খেলোয়াড় নিয়ে এ লটারির প্রথম দিন শেষে পিএসএলের পাঁচ দলে নাম লিখলেন ৪৫ ক্রিকেটার। এতে পিএসএলের ফ্রেঞ্চাইজিরা ইতিমধ্যে দলে টেনেছে বাংলাদেশের তিন ক্রিকেটারকে। সাকিব ছাড়াও দল পেয়েছেন বাংলাদেশের শীর্ষ ওপেনিং ব্যাটসম্যান তামিম ইকবাল ও তরুণ পেস তারকা মুস্তাফিজুর রহমান। তৃতীয় শীর্ষ ‘গোল্ড’ ক্যাটাগরিতে দলভুক্ত হন তামিম-মুস্তাফিজ। তবে গোল্ড ক্যাটাগরির অপর তিন বাংলাদেশি ক্রিকেটার মুশফিকুর রহীম, সৌম্য সরকার ও শাহরিয়ার নাফিস পিএসএল লটারিতে দল পাননি। তবে পরেও সুযোগ মিলতে পারে তাদের। গতকাল পাকিস্তান সুপার লীগের খেলোয়াড় ড্রাফটে প্রথম সুযোগে প্রথম খেলোয়াড় হিসেবে শহিদ আফ্রিদিকে দলে ভেড়ায় পেশোয়ার জালমি। করাচি কিংস শোয়েব মালিক, ইসলামাবাদ ইউনাইটেড শেন ওয়াটসন, কোয়েটা গ্লাডিয়েটর্স কেভিন পিটারসেন ও লাহোর কালান্দার ক্রিস গেইলকে দলে ভেড়ায় আইকন খেলোয়াড় হিসেবে। লটারিতে ষষ্ঠ সুযোগটি পায় করাচি কিংস। তারা দলভুক্ত করে নেয় সাকিব আল হাসানকে। এজন্য করাচি কিংসকে গুনতে হচ্ছে বাংলাদেশি মুদ্রায় কোটি টাকা। সেখানে শীর্ষ ড্রাফট ‘প্লাটিনাম’ ক্যাটাগরিতে ছিলেন বাংলাদেশের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। প্লাটিনাম গ্রুপের খেলোয়াড়দের মূল্য ১ লাখ ৪০ হাজার ডলার। বাংলাদেশি খেলোয়াড়দের মধ্যে একমাত্র সাকিবই প্লাটিনাম ক্যাটাগরিতে স্থান পেয়েছিলেন। দ্বিতীয় শীর্ষ ‘ডায়মন্ড‘ ক্যাটাগরিতে বাংলাদেশের কারও নাম ছিল না। তবে ‘গোল্ড’ ক্যাটাগরিতে ছিলেন তামিম ইকবাল, সৌম্য সরকার, মুস্তাফিজুর রহমান, মুশফিকুর রহীম ও শাহরিয়ার নাফিস। আজ অনুষ্ঠিত হবে খেলোয়াড় ড্রাফটের দ্বিতীয় পর্বের লটারি। এতে দলগুলো খেলোয়াড় বেছে নেবে সিলভার ও ইমার্জিং ক্যাটাগরি থেকে। আজ এতে বাংলাদেশের ক্রিকেটভক্তদের আলাদা নজর থাকছে। আসন্ন পিএসএল লটারিতে এ পর্বে সিলভার ক্যাটাগরিতে রয়েছেন বাংলাদেশের চার ক্রিকেটার মুমিনুল হক, ইমরুল কায়েস, মাহমুদুল্লাহ রিয়াদ ও এনামুল হক বিজয়। গোল্ড ক্যাটাগরির খেলোয়াড়দের প্রত্যেকের দাম ৫০ হাজার ও সিলভার ক্যাটাগরির খেলোয়াড়দের দাম নির্ধারিত হয়েছিল ২৫ হাজার ডলার। সিলভার ক্যাটাগরি থেকে ৫ খেলোয়াড়কে আজ দলভুক্ত করবে ফ্র্যাঞ্চাইজিগুলো। আর তরুণ পাকিস্তানি ক্রিকেটারদের ‘ইমার্জিং’ ক্যাটাগরির দুজন খেলোয়াড় দলভুক্ত করা বাধ্যতামূলক। গতকাল শীর্ষ তিন ক্যাটাগরি থেকে তিনজন করে মোট ৯ ক্রিকেটারকে দলভুক্ত করেছে প্রতিটি ফ্রেঞ্চাইজি। এতে প্রতি দলে কমপক্ষে চার পাকিস্তানি ও ৪ বিদেশি খেলোয়াড় বেছে নেয়াটা ছিল ফ্র্যাঞ্চাইজিদের জন্য বাধ্যতামূলক। লটারিতে প্রত্যেক দল বেছে নেবে ১৬ জন করে খেলোয়াড়। তবে পরে প্রত্যেক দল আরও চারজন করে খেলোয়াড় দলভুক্ত করতে পারবে। পিএসএল লটারির প্রথম দিন দল পেলেন আন্তর্জাতিক অভিষেক না হওয়া তিন ক্রিকেটার কেভন কুপার, ডেলপোর্ট ও এলানবি। সদ্য বাংলাদেশ প্রিমিয়ার লীগে (বিপিএল) বল হাতে সর্বাধিক ২২ উইকেট শিকার ক্যারিবীয় পেসার কুপারের। পাকিস্তান সুপার লীগের পর্দা উঠছে আগামী বছর ৪ঠা ফেব্রুয়ারি।
ইসলামাবাদ ইউনাইটেড
প্লাটিনাম: শেন ওয়াটসন (প্রথম বাছাই, অস্ট্রেলিয়া), আন্দ্রে রাসেল (ওয়েস্ট ইন্ডিজ), মিসবাহ উল হক
ডায়মন্ড: স্যামুয়েল বদ্রি (ও ইন্ডিজ), মোহাম্মদ ইরফান, ব্র্যাড হ্যাডিন (অস্ট্রেলিয়া)
গোল্ড: শারজিল খান, মোহাম্মদ সামি, খালিদ লতিফ
হেড কোচ: ডিন জেন্স
করাচি কিংস
প্লাটিনাম: শোয়েব মালিক (প্রথম বাছাই), সাকিব আল হাসান (বাংলাদেশ), সোহেল তানভীর
ডায়মন্ড: ইমাদ ওয়াসিম, রবি বোপারা (ইংল্যান্ড), লেন্ডল সিমন্স (ওয়েস্ট ইন্ডিজ)
গোল্ড: মোহাম্মদ আমির, বিলাওয়াল ভাট্টি, জেমস ভিন্স (ইংল্যান্ড)
হেড কোচ: মিকি আর্থার
লাহোর কালান্দারস
প্লাটিনাম: ক্রিস গেইল (প্রথম বাছাই), ডোয়াইন ব্রাভো (ও ইন্ডিজ), উমর আকমল
ডায়মন্ড: মোহাম্মদ রিজওয়ান, ইয়াসির শাহ, শোয়াইব মাকসুদ
গোল্ড: মুস্তাফিজুর রহমান (বাংলাদেশ), কেভন কুপার (ওয়েস্ট ইন্ডিজ), ক্যামেরন ডেলপোর্ট (দক্ষিণ আফ্রিকা)
হেড কোচ: প্যাডি উপটন
কোয়েটা গ্লাডিয়েটর্স
প্লাটিনাম: কেভিন পিটারসেন (প্রথম বাছাই, ইংল্যান্ড), সরফরাজ আহমেদ, আহমেদ শেহজাদ
ডায়মন্ড: আনোয়ার আলী, জেসন হোল্্ডার (ওয়েস্ট ইন্ডিজ), লুক রাইট (ইংল্যান্ড)
গোল্ড: জুলফিকার বাবর, উমর গুল, এল্টন চিগুম্বুরা (জিম্বাবুয়ে)
হেড কোচ: মঈন খান
পেশোয়ার জালমি
প্লাটিনাম: শহিদ আফ্রিদি (প্রথম বাছাই), ওয়াহাব রিয়াজ, ড্যারেন স্যামি (ওয়েস্ট ইন্ডিজ)।
ডায়মন্ড: কামরান আকমল, মোহাম্মদ হাফিজ, ক্রিস জর্ডান (ইংল্যান্ড)।
গোল্ড: তামিম ইকবাল (বাংলাদেশ), জিম অ্যালানবি (অস্ট্রেলিয়া), জুনাইদ খান
হেড কোচ: মোহাম্মদ আকরাম
ইসলামাবাদ ইউনাইটেড
প্লাটিনাম: শেন ওয়াটসন (প্রথম বাছাই, অস্ট্রেলিয়া), আন্দ্রে রাসেল (ওয়েস্ট ইন্ডিজ), মিসবাহ উল হক
ডায়মন্ড: স্যামুয়েল বদ্রি (ও ইন্ডিজ), মোহাম্মদ ইরফান, ব্র্যাড হ্যাডিন (অস্ট্রেলিয়া)
গোল্ড: শারজিল খান, মোহাম্মদ সামি, খালিদ লতিফ
হেড কোচ: ডিন জেন্স
করাচি কিংস
প্লাটিনাম: শোয়েব মালিক (প্রথম বাছাই), সাকিব আল হাসান (বাংলাদেশ), সোহেল তানভীর
ডায়মন্ড: ইমাদ ওয়াসিম, রবি বোপারা (ইংল্যান্ড), লেন্ডল সিমন্স (ওয়েস্ট ইন্ডিজ)
গোল্ড: মোহাম্মদ আমির, বিলাওয়াল ভাট্টি, জেমস ভিন্স (ইংল্যান্ড)
হেড কোচ: মিকি আর্থার
লাহোর কালান্দারস
প্লাটিনাম: ক্রিস গেইল (প্রথম বাছাই), ডোয়াইন ব্রাভো (ও ইন্ডিজ), উমর আকমল
ডায়মন্ড: মোহাম্মদ রিজওয়ান, ইয়াসির শাহ, শোয়াইব মাকসুদ
গোল্ড: মুস্তাফিজুর রহমান (বাংলাদেশ), কেভন কুপার (ওয়েস্ট ইন্ডিজ), ক্যামেরন ডেলপোর্ট (দক্ষিণ আফ্রিকা)
হেড কোচ: প্যাডি উপটন
কোয়েটা গ্লাডিয়েটর্স
প্লাটিনাম: কেভিন পিটারসেন (প্রথম বাছাই, ইংল্যান্ড), সরফরাজ আহমেদ, আহমেদ শেহজাদ
ডায়মন্ড: আনোয়ার আলী, জেসন হোল্্ডার (ওয়েস্ট ইন্ডিজ), লুক রাইট (ইংল্যান্ড)
গোল্ড: জুলফিকার বাবর, উমর গুল, এল্টন চিগুম্বুরা (জিম্বাবুয়ে)
হেড কোচ: মঈন খান
পেশোয়ার জালমি
প্লাটিনাম: শহিদ আফ্রিদি (প্রথম বাছাই), ওয়াহাব রিয়াজ, ড্যারেন স্যামি (ওয়েস্ট ইন্ডিজ)।
ডায়মন্ড: কামরান আকমল, মোহাম্মদ হাফিজ, ক্রিস জর্ডান (ইংল্যান্ড)।
গোল্ড: তামিম ইকবাল (বাংলাদেশ), জিম অ্যালানবি (অস্ট্রেলিয়া), জুনাইদ খান
হেড কোচ: মোহাম্মদ আকরাম
No comments