৪ দশক পর ইরাকে সুন্দরী প্রতিযোগিতা
এটা ছিল ভিন্ন ধরনের এক সৌন্দর্য প্রতিযোগিতা। আয়োজন জুড়ে ছিল না কোনো অ্যালকোহল। ছিল না বিকিনি পরে সুন্দরীদের শরীর প্রদর্শন। শালীনতায় মোড়া আয়োজনে এভাবেই ৪ দশকেরও বেশি সময় পর প্রথমবারের মতো সেরা সুন্দরী বেছে নিয়েছে যুদ্ধবিধ্বস্ত ইরাক। এ খবর দিয়েছে গার্ডিয়ান। ২০১৫ মিস ইরাক সৌন্দর্য প্রতিযোগিতার আয়োজন করা হয় বাগদাদ হোটেলের বলরুমে। দর্শকদের ছিল উপচে পড়া ভিড়। কিরকুট শহরের ২০ বছর বয়সী সুন্দরী শায়মা আবদেল রহমান মিস ইরাক নির্বাচিত হয়েছেন। মিস ইরাক সৌন্দর্য প্রতিযোগিতার আর্টিস্টিক ডিরেক্টর সেনাল কামেল বলেন, আমরা যেটা অর্জন করতে চাইছি তা হলো, ইরাকের বার্তা বিশ্বজুড়ে পৌঁছানো। এটা দেখানো যে, দেশটি এখনও বেঁচে আছে। এখনও এর হৃদয়স্পন্দন রয়েছে। প্রতিযোগিতার অন্যতম আয়োজক হুমাম আল ওবেইদি বলেছেন, অনেকে মনে করেন এখানে আমাদের কোন জীবন নেই। ১৯৭২ সালে সর্বশেষ মিস ইরাক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল। ৪ দশকেরও বেশি সময় পর এবারের আয়োজনে জুরিদের নির্বাচিত শায়মা ছিল দর্শকদের কাছেও জনপ্রিয়। উচ্ছ্বসিত শায়মা বলেন, আয়োজনটা ছিল বিশাল আর এটা ইরাকিদের মুখে হাসি এনে দিয়েছে। তিনি আরও বলেছেন, তিনি তার খ্যাতি ব্যবহার করে শিক্ষা উদ্যোগগুলো প্রচারণা করবেন। যুদ্ধ ও সংঘাতে বাস্তুচ্যুত বড় একটি জনসংখ্যার মধ্যে শিক্ষা ছড়িয়ে দেয়াটা থাকবে প্রাধান্য। আরেক প্রতিযোগী বলেন, তিনি মসুলের বাঁধটি মেরামত করার চেষ্টা করবেন।
No comments