বাংলাদেশী ব্লগারদের আশ্রয় দিতে যুক্তরাষ্ট্রকে মানবাধিকার সংগঠনগুলোর আহ্বান
বাংলাদেশের ধর্মনিরপেক্ষ লেখকদের অস্থায়ী ভিসা দিতে যুক্তরাষ্ট্রকে আহ্বান জানিয়েছে মানবাধিকার সংগঠনগুলোর একটি জোট। পেন আমেরিকান সেন্টারের নেতৃত্বে ৮ সংগঠনের ওই জোট মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরির কাছে এ আহ্বান জানিয়ে একটি চিঠি লিখেছে। এতে তারা বলেছেন, হুমকির মুখে থাকা ব্লগারদের নিরাপত্তা দিতে বাংলাদেশ সরকার অনিচ্ছুক বা অক্ষম। বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, মানবাধিকার সংগঠনগুলোর মধ্যে রয়েছে, ফ্রিডম হাউজ, হিউম্যান রাইটস ওয়াচ এবং রিপোর্টার্স উইদাউট বর্ডার্স। পেন-এর মুক্ত মতপ্রকাশ কার্যক্রমের পরিচালক কারিন ডিউশ কারলেকার এক বিবৃতিতে বলেছেন, অনেক বাংলাদেশী লেখক লুকিয়ে, আত্মোগোপনে দিন যাপন করছেন। তারা যে নিরাপত্তা চাচ্ছেন, সেটা তাদের সরকার দিতে অনিচ্ছুক বা অক্ষম। বাংলাদেশের ব্লগার আর লেখকদের অন্য কোথাও যাওয়ার জায়গা নেই। পেন আমেরিকার নির্বাহী পরিচালক সুজান নোজেল বলেছেন, লেখকরা ভীষণ আতঙ্কিত। ‘হিউম্যানিটারিয়ান প্যারোল’ নামে পরিচিত ব্যবস্থার অধীনে তাদের যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে দেয়া উচিত। এ ব্যবস্থার অধীনে ঝুকির মুখে থাকা ব্যক্তিদের ভিসা দেয়া হয়, অন্যথায় যাদের ভিসা হওয়ার কোন সুযোগ নেই। নোজেল আরও বলেছেন, নিজেদের অভিমত অনলাইনে প্রকাশের অপরাধে হত্যার শিকার হওয়ার সত্যিকারের ঝুকিতে থাকা এসব ব্লগারদের জীবন বাচাতে যুক্তরাষ্ট্রের এগিয়ে আসা উচিত।
No comments