মাড়ির সমস্যা ঝুঁকি বাড়ায় ব্রেস্ট ক্যানসারের
ঠিক কী কী কারণে ব্রেস্ট ক্যানসার হতে পারে? বিভিন্ন সময়ে ব্রেস্ট ক্যানসারের কারণ হিসেবে অনেক কিছুই উঠে এসেছে। নতুন এক গবেষণায় উঠে এসেছে মাড়ির অসুখ ডেকে আনতে পারে ব্রেস্ট ক্যানাসার।
নিউ ইয়র্কের বাফেলো ইউনিভার্সিটির অধ্যাপক জো ফ্রুডেনহেম জানান, মেনোপজের পর যে মহিলারা মাড়ির সমস্যায় ভোগেন তাঁরা স্ট্রোক, ডায়াবেটিস, এমনকী ব্রেস্ট ক্যানসারেও আক্রান্ত হতে পারেন।
মোট ৭৩,৭৩৭ জন মহিলার ওপর সমীক্ষা চালানো হয়। এঁদের প্রত্যেকেরই মেনোপজ হয়ে গিয়েছে। এঁদেরে মধ্যে ২৬.১ শতাংশ মহিলা মাড়ির অসুখে আক্রান্ত। এঁদের ওপর টানা ছয় বছর সাত মাস গবেষণা চালানোর পর দেখা গিয়েছে ২,১২৪ জন মহিলা ব্রেস্ট ক্যানসারে আক্রান্ত হয়েছেন। গবেষণায় উঠে এসেছে মেনোপজের পর মাড়ির সমস্যা ব্রেস্ট ক্যানসারে আক্রান্ত হওয়ার ঝুঁকি ১৪ শতাংশ বাড়িয়ে দেয়।
ক্যানসার এপিডেমিলজি, বায়োমেকারস অ্যান্ড প্রিভেনশন জার্নালে প্রকাশিত হয়েছে এই গবেষণার ফল।
নিউ ইয়র্কের বাফেলো ইউনিভার্সিটির অধ্যাপক জো ফ্রুডেনহেম জানান, মেনোপজের পর যে মহিলারা মাড়ির সমস্যায় ভোগেন তাঁরা স্ট্রোক, ডায়াবেটিস, এমনকী ব্রেস্ট ক্যানসারেও আক্রান্ত হতে পারেন।
মোট ৭৩,৭৩৭ জন মহিলার ওপর সমীক্ষা চালানো হয়। এঁদের প্রত্যেকেরই মেনোপজ হয়ে গিয়েছে। এঁদেরে মধ্যে ২৬.১ শতাংশ মহিলা মাড়ির অসুখে আক্রান্ত। এঁদের ওপর টানা ছয় বছর সাত মাস গবেষণা চালানোর পর দেখা গিয়েছে ২,১২৪ জন মহিলা ব্রেস্ট ক্যানসারে আক্রান্ত হয়েছেন। গবেষণায় উঠে এসেছে মেনোপজের পর মাড়ির সমস্যা ব্রেস্ট ক্যানসারে আক্রান্ত হওয়ার ঝুঁকি ১৪ শতাংশ বাড়িয়ে দেয়।
ক্যানসার এপিডেমিলজি, বায়োমেকারস অ্যান্ড প্রিভেনশন জার্নালে প্রকাশিত হয়েছে এই গবেষণার ফল।
No comments