বিএসএফের বিমান বিধ্বস্ত হয়ে নিহত ১০
ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর একটি চার্টার বিমান বিধ্বস্ত হয়ে ১০ আরোহীর প্রত্যেকে নিহত হয়েছেন। টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়, বিমানটি রাচির উদ্দেশ্যে যাচ্ছিল। আজ সকালে দিল্লির ইন্দিরা গান্ধি আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে বিমানটি বিধ্বস্ত হয়। বিএসএস সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, ফ্লাইটে আধাসামরিক টেকনিশিয়ানরা ছিল। প্রাথমিক খবরে বলা হয়, উড্ডয়নের পরপরই দিল্লি বিমানবন্দর থেকে আনুমানিক ৫ কিলোমিটার দুরে দোয়ার্কা এলাকার কাছে বাদপোলা গ্রামে একটি দেয়ালে আছড়ে পড়ে বিমানটি। স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং ঘটনাস্থল পরিদর্শনে যাবেন। এক টুইটার বার্তায় শোক ব্যক্ত করে রাজনাথ জানিয়েছেন তিনি সেখানের উদ্দেশ্যে রওনা করেছেন। তাৎক্ষণিকভাবে বিধ্বস্ত হওয়ার কারণ জানা যায় নি। ভারতের সিভিল এভিয়েশন মন্ত্রণালয় তদন্তের নির্দেশ দিয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, ১৫ জন উদ্ধারকর্মী ঘটনাস্থলে পৌছেছে।
No comments