৯/১১ হামলায়ও বেঁচেছিলেন ম্যাথিউ
কপালে থাকলে ঠেকায় কে, প্রাণ রক্ষা যেখানে দুরূহ, সেখানে জীবন নিয়ে ফিরে আসাটা কাকতালীয় বটে। ৩৬ বছর বয়সী ম্যাথিউ, যুক্তরাষ্ট্রের নাগরিক। প্যারিস হামলার ভয়াবহতার দিন গুলি খেয়েও প্রাণে বেঁচে গেলেন। সামান্য ভনিতা করার কারণে আজ নবোদ্যমে বেঁচে আছেন এ ধরাধামে। এর চেয়ে আরও কাকতালীয় ব্যাপার হল, তিনি যুক্তরাষ্ট্রের টুইন টাওয়ার হামলায়ও জীবন নিয়ে বেঁচে আসতে পেরেছিলেন।
রোববার ফ্রান্সের লে মন্ডে পত্রিকায় এক সাক্ষাৎকারে ম্যাথিউ বলেন, ফ্রান্সের বাটাক্লান কনসার্ট হলে যুক্তরাষ্ট্রের ‘দ্য ঈগলস অব ডেথ মেটাল’-এর পরিবেশনা দেখতে গিয়েছিলাম। তখনি সন্ত্রাসীদের হামলায় হাতে গুলি লাগে। আর আহত হয়ে মেঝেতে মরার ভান করে পড়ে ছিলাম। তিনি আরও বলেন, আমি বুঝতে পারছি এক সেন্টিমিটার দূর থেকে মুহুর্মুহু গুলি ছোড়া হচ্ছে। আমি মৃত্যুর ভান করছিলাম। কিছুক্ষণ পরে যখন বুঝলাম আমার বাহু ধরে টেনে উঠানোর চেষ্ঠা করছে। তখনও আমি জেগে যাওয়ার চেষ্টা করিনি। পরে হামলা পরবর্তী উদ্ধার অভিযানে তাকে ফ্রান্সে জর্জ পম্পিদো হাসপাতালে ভর্তি করা হয়। ২০০১ সালের যুক্তরাষ্ট্রের টুইন টাওয়ার হামলার সময়ও প্রাণে বাঁচতে পেরেছিলেন।
No comments