দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট কিমের মৃত্যু
দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট কিম ইয়াঙ স্যাম রোববার মারা গেছেন। তার বয়স হয়েছিল ৮৭। হাসপাতালের কর্মকর্তা এ কথা জানান। গণতন্ত্রপন্থী অ্যাক্টিভিস্ট কিম ইয়াঙ স্যাম ১৯৯৩ সাল থেকে ১৯৯৮ পর্যন্ত দেশটির প্রেসিডেন্ট ছিলেন। প্রচণ্ড জ্বর নিয়ে কয়েক দিন আগে তিনি সিউল ন্যাশনাল ইউনিভার্সিটি হসপিটালে ভর্তি হন। তিনি রক্তে মারাÍক সংক্রমণে ভুগছিলেন। হাসপাতালের প্রেসিডেন্ট ওহ বুয়াঙ হি সাংবাদিকদের এ কথা বলেন।
কিম প্রেসিডেন্ট হওয়ার আগে কয়েক দশক ধরে দক্ষিণ কোরিয়ার সামরিক শাসকদের বিরুদ্ধে পরিচালিত গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দেন এবং গণাতান্ত্রিক সংস্কারের জন্য চাপ সৃষ্টি করেন। গণতান্ত্রিক আন্দোলনে ভূমিকার জন্য ১৯৮০-র দশকে দু’বার তাকে গৃহবন্দি করেছিল সামরিক জান্তা। কিন্তু প্রেসিডেন্ট মেয়াদের শেষ পর্যায়ে সামরিক বাহিনীর অভিযুক্ত দুই ‘লৌহমানব’, চুন ডো হওয়ান ও রোহ তায়ে উ-কে বিদ্রোহ ও দেশদ্রোহিতার অভিযোগ থেকে মুক্তি দেন তিনি। একবার উত্তর কোরিয়ার নিউক্লিয়ার স্থাপনায় হামলা চালানোর পরিকল্পনা করেছিল যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। কিন্তু এ ধরনের পদক্ষেপে কোরীয় উপদ্বীপে সর্বাÍক যুদ্ধ ছড়িয়ে পড়তে পারে বিবেচনায় কিম এর বিরোধিতা করেছিলেন।
No comments