হিন্দু মেয়ের সঙ্গে কথা বলার অপরাধে হেনস্তা
হিন্দু
মেয়ের সঙ্গে কথা বলার কারণে এক মুসলমান পুরুষকে অপদস্থ করার ঘটনা ঘটেছে
ভারতের মাঙ্গালোরে। জনাকীর্ন বাজারে ওই ব্যক্তিকে বিবস্ত্র করে পোলের সঙ্গে
বেধে রাখা হয়। শুধু তাই নয় একঘণ্টা ধরে তাকে মারধোর করা হয়। হিন্দুস্তান
টাইমসের খবরে বলা হয়, স্থানীয় কেবল টেলিভিশনগুলো ঘটনাটি সম্প্রচার শুরু
করলে পুলিশ ঘটনাস্থলে পৌছায়। গ্রেপ্তার করে ১৪ জনকে। মোট ৩০ জন ব্যক্তি
পালাক্রমে তাকে প্রহার করেছে বলে পুলিশ ধারণা করছে। সন্দেহভাজন প্রত্যেকে
বজরং দলের কর্মী। হেনস্তার শিকার হওয়া ওই ব্যক্তি মাঙ্গালোরের একটি
এক্সেসরিজ স্টোরের ম্যানেজার। আর যে মেয়ের সঙ্গে কথা বলার কারণে তাকে
অপদস্থ করা হয়, সে মেয়েটি একই দোকানে সেলসগার্ল হিসেবে কাজ করে। পুলিশে
দায়ের করা অভিযোগে মুসলিম ওই ব্যক্তি জানিয়েছে, মেয়েটি তার কাছে ২হাজার
রুপি ধার চেয়েছিল। টাকা উঠানোর জন্য তারা এটিএম বুথের দিকে যাচ্ছিল। এমন
সময় লাঠিসোটা, ছুরি হাতে একদল লোক তার ওপর চড়াও হয়। মেয়েটি কোন রকম আঘাত
ছাড়া পালিয়ে যেতে সক্ষম হয়। তবে তার সহকর্মীর পক্ষে কথা বলতে গিয়ে
দুবৃত্তদের থাপ্পড় খেতে হয় তাকে।
No comments