‘ম্যাচের ৬৫ শতাংশ নিয়ন্ত্রণ বাংলাদেশের হাতে’ by রানা আব্বাস
মাহমুদউল্লাহ । ছবি: শামসুল হক |
মাহমুদউল্লাহ বাংলাদেশকে এগিয়ে রাখছেন কিন্তু এর সঙ্গে জুড়ে দিচ্ছেন কিছু শর্তও, ‘সুযোগ একটা এসেছে। এটা কাজে আগাতে হবে। ম্যাচের নিয়ন্ত্রণ ৬৫ শতাংশ আমাদেরই হাতে। কিন্তু কালকের সকালটা খুবই গুরুত্বপূর্ণ।’
৫৫ রানে দুই উইকেট পড়ে যাওয়ার পর কিছুটা বিপাকেই পড়েছিল বাংলাদেশ। তৃতীয় উইকেটে তামিম ইকবাল-মাহমুদউল্লাহর ৮৯ রানের জুটির কল্যাণে ভালোভাবেই এগিয়ে যাচ্ছিল বাংলাদেশের ইনিংস। তবে জুটিটা আরও বড় না হওয়ার আফসোস মাহমুদউল্লাহর, ‘টেস্টে ওরা বিশ্বের এক নাম্বার দল। ওদের বোলিং খুবই ভালো। জানতাম, রান করাটা এত সহজ হবে না আমাদের জন্য। আমাদের একটু সচেতন থেকেই ব্যাটিং করতে হবে। বাজে বলটার জন্য অপেক্ষা করাটাই ভালো সিদ্ধান্ত ছিল। এভাবেই ব্যাটিং করছিলাম। জুটিটা আরও একটু বড় হলে আমাদের দলের জন্যই ভালো হতো।’
এরপরেও সব ঠিকঠাকই চলছিল। বিকেল চারটার দিকে হঠাৎ ঝিরিঝিরি বৃষ্টি। খানিকক্ষণ বৃষ্টি-বিরতির পর আবারও বল মাঠে গড়াল। তবে হলো মাত্র একটি বলই। আবারও বৃষ্টির জয়! দ্বিতীয় দিনের খেলা থেমে গেল ওখানেই। মাহমুদউল্লাহর আফসোসটা এখানে। মাত্র পাঁচটি বল কাটিয়ে দিতে পারলেই আগামীকাল নামতে পারতেন সেঞ্চুরির প্রত্যাশায়। ব্যক্তিগত ইনিংসটা বড় না হলেও মাহমুদউল্লার আশা, ‘বড় স্কোরই গড়বে বাংলাদেশ।’
No comments